পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Doctors Cafe: বাঙালির পেট পুজো এবার স্বাস্থ্যকর, কলকাতার বুকে দেখা মিলল চিকিৎসক ক্যাফের - বাঙালির পেট পুজো এবার স্বাস্থ্যকর

আজ মহাষষ্ঠী ৷ ইতিমধ্যে প্যান্ডেল হপিং থেকে বাইরে খাওয়া-দাওয়া শুরু হয়ে গিয়েছে ৷ বিরিয়ানি থেকে চাইনিজ, বাঙালিরা পুজোয় খেতে সবচেয়ে বেশি পছন্দ করে ৷ কিন্তু এরপরেই তাদের মাথায় চিন্তার ভাজ পড়ে যখন ক্যালোরি বাড়তে থাকে ৷ এবার সেইসব মানুষের কথা ভেবেই শহরের বুকে খুলল চিকিৎসক বা ডক্টরস ক্যাফে (Ecclesiastes cafe) ৷

Doctors Cafe in city for good health of citizen
Doctors Cafe in city for good health of citizen

By

Published : Oct 1, 2022, 4:38 PM IST

কলকাতা, 1 অক্টোবর:বাঙালির পুজো মানে একবছরের অপেক্ষা । কীভাবে পুজোর পাঁচ দিন কাটানো যায়, তা নিয়েই এক বছরের আগে থেকে চলতে থাকে প্লানিং । বৃষ্টি কিংবা ভ্যাপসা গরম, প্যান্ডেল হপিং থেকে বাঙালিদের সরাতে পারেনি কেউই । তবে দুর্গাপুজো যতই বাঙালির প্রাণের পুজো হোক না কেন, তাদের কাছে সবার আগে পেট পুজো । দুর্গাপুজোর এই ক'দিন বাঙালি শরীরচর্চা ভুলে মজে থাকেন মেনুকার্ডে । তবে এবার শরীরের দিকে নজর দিতেই মহানগরের বুকে খুলল চিকিৎসক ক্যাফে ৷ এটির নাম একলিজিয়াস্টিজ ক্যাফে (Ecclesiastes cafe)।

বাইপাস ধারে এই ক্যাফেতে মিলবে পুষ্টিকর সব খাওয়ার । বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা মিলে কলকাতার বুকে এই ক্যাফে খুলেছেন । চিকিৎসক পূর্ণেন্দু রায় বলেন," আমাদের এমন অনেক জিনিস রয়েছে যা খেতে ইচ্ছা করে কিন্তু সেটা খেলে কী হবে তা নিয়ে আমরা খুব একটা ভাবি না । আমি নিজে চিকিৎসক হয়েও অনেকগুলো ওষুধ খাই । তাই আমার মনে হয় পুষ্টিকর খাওয়ার মানে সব সময় শাক-সবজি হতে হবে তা নয় । তাই আমাদের এখানে এমন খাওয়ার রাখা হয়েছে, যা মূলত শরীরের জন্য ভালো । তাই সব খাওয়ার পাশে লেখা রয়েছে ওই খাওয়ার গুণাবলী। "

এই ক্যাফের টেবিলেও রয়েছে বিশেষত । ব্লাড প্রেসার ও কোলেস্ট্রলের কথা ভেবে রাখা হয়নি নুনের ব্যবস্থা । সেখানে সুন্দরবন থেকে আসা মধু ও তাদের তৈরি আচার এখানে আসা মানুষদের পরিবেশন করা হয় । এছাড়াও রান্নার জন্য ব্যবহার করা হয় সন্ধক লবণ । এর পাশাপাশি এই ক্যাফেতে যদি কোন ব্যক্তি ডায়েটিশিয়ান দেখাতে বা ব্লাড প্রেসার মাপতে চান, সেই ব্যবস্থাও করা রয়েছে । এমনকী পুরো ক্যাফে সাজিয়ে তোলা হয়েছে সবুজ রং, গাছপালা ও অ্যাকুরিয়ামের সাহায্যে (Doctors Cafe) ।

এই ক্যাফের মালিক অলিভিয়া ডানলপ বলেন, "প্রথমে আমরা একটা সার্ভে করেছি ৷ সেখানে রোগীকে কী ধরনের খাবার দেওয়া যেতে পারে তা জানতে পারি । তারপর সেই খাবার আমরা রোগী ও তার পরিবারের জন্য ব্যবস্থা করি । পরবর্তীকালে এই হেলদি খাবারের বিষয়টি শুধু রোগী বা তার পরিবারের জন্য কেন সর্বসাধারণের কাছেও আমরা তুলে ধরতে পারি সে নিয়ে ভাবনা-চিন্তা করি । সেখান থেকেই এই ক্যাফের ভাবনা । আর অ্যাকুরিয়াম রাখা হয়েছে কারণ আমরা সার্ভেতে দেখতে পেয়েছি এর মাধ্যমে মানুষ চাপমুক্ত হতে পারে । খুব কম সময়ে এটা মানুষের মধ্যে কাজ করে সেই জন্যই আমাদের এই ভাবনা ।"

বাঙালির পেট পুজো এবার স্বাস্থ্যকর

আরও পড়ুন:পুজোয় এক ফোনেই দুয়ারে স্পেশাল মেনু ! সৌজন্যে ডাব্লিউবিসিএডিসি

তবে এসবের পাশাপাশিই আরও একটি ব্যবস্থা রয়েছে এই হাসপাতাল ও ক্যাফের । চিকিৎসক পূর্ণেন্দু রায় বলেন, "আমি অত্যন্ত ছোট বয়সে বাবাকে হারিয়েছি । তখন থেকে আমার মনে জেদ ছিল ৷ যারা আমার মতন ছোট্ট বেলায় বাবাকে হারিয়েছে তাদের সেই পিতৃশোক মুছে দেওয়ার জন্য কিছু একটা করা দরকার । তাই সুন্দরবনের যে সমস্ত পরিবার বাঘের দ্বারা আক্রান্ত হন, যাদের বাবা গভীর জঙ্গলে জীবিকা নির্বাহ করতে গিয়ে বাঘের জন্য মারা যান, তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details