পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AIDSO Demand 9 দফা দাবি তুলে শহরের রাজপথে চিকিৎসক সংগঠন - 9 দফা দাবি নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করেন করেন এআইডিএসও এর চিকিৎসক দল

একাধিক দাবি নিয়ে রাস্তায় নেমে এআইডিএসও-এর চিকিৎসক দল। 9 দফা দাবি নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করেন করেন তাঁরা। ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে মিছিল শুরু করে তাঁদের প্রধান গন্তব্য ছিল নবান্ন পর্যন্ত। তবে পুলিশি বাধার কারণে নবান্নে যেতে না পারলেও ধর্মতলায় তাঁরা তাঁদের বিক্ষোভ মিছিল শেষ করেন(Doctors Associationon Streets of Kolkata Raising Multiple Demands in the Medical Field) ।

AIDSO Demand
কলকাতার রাজপথে চিকিৎসক সংগঠন

By

Published : Aug 12, 2022, 10:24 PM IST

কলকাতা, 12 অগস্ট: 9 দফা দাবি নিয়ে রাজপথে নামল এআইডিএসও-এর চিকিৎসক দল (Doctors Associationon Streets of Kolkata Raising Multiple Demands in the Medical Field) ৷ তাঁদের এক প্রতিনিধি দল স্বাস্থভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন। শুক্রবার তাঁদের মিছিলের প্রধান দাবি ছিল-

1. অবৈজ্ঞানিক নেক্সট পরীক্ষা বাতিল করতে হবে।

2. এমবিবিএসে ইন্টার্নশিপে আয়ুষ পোস্টিং চলবে না। ইন্টার্নশিপে কলেজে শেখার সুযোগ খর্ব করে তিন মাস গ্রামীণ পোস্টিং দেওয়া চলবে না ৷

3. এমবিবিএস কোর্সে অবৈজ্ঞানিক সিবিএমই পাঠক্রম বন্ধ করতে হবে।

4. মেডিক্যাল শিক্ষার সমস্ত শাখাতে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত পঠন-পাঠনের পরিকাঠামো দ্রুত উন্নত করতে হবে।

5.মেডিক্যাল শিক্ষার গৈরিকীকরণ চলবে না।

চিকিৎসা ক্ষেত্রে একাধিক দাবি তুলে কলকাতার রাজপথে চিকিৎসক সংগঠন

6. এলায়েড ও প্যারামেডিক্যালের সমস্ত শাখার ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সের পঠন-পাঠন নিয়মিত করতে হবে। শিক্ষাবর্ষের শুরুতে পূর্ণাঙ্গ পাঠক্রম ঘোষণা করতে হবে এবং ইন্টার্নশিপে উপযুক্ত সাম্মানিক দিতে হবে।

7. এমবিবিএস, বিডিএস, আয়ুষ, নার্সিং, এলায়েড, প্যারামেডিক্যালের সমস্ত শাখাতে নিয়মিত স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

8.মেডিক্যাল শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানের কোর্সের ফি কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সমস্ত প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমান ও উপযুক্ত সাম্মানিক দিতে হবে।

9.জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে। এদিন মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়। মিছিলের শেষে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ও মেডিক্যাল শিক্ষায় তার মুর্ত রুপ ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রতিলিপি পোরানো হয়।

এ বিষয়ে চিকিৎসক সামসুর আলম জানান, সাধারণ শিক্ষার মতো চিকিৎসা শিক্ষাতেও বেসরকারিকরণ চলে আসছে। ফলে পাঠক্রমে অনেক সময় ক্ষতি হচ্ছে। যার জন্য অনেক পড়ুয়া প্রাইভেট কোচিং সেন্টারে চলে যাচ্ছে। এইসবের বিরোধিতা করেই আজকে আমরা রাস্তায় নেমেছি। মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা।

For All Latest Updates

TAGGED:

AIDSO Demand

ABOUT THE AUTHOR

...view details