পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona Increase: ফের চোখ রাঙাচ্ছে করোনা, উদ্বেগে চিকিৎসকরা - সেই নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রথ উৎসবে মজেছেন আমজনতা

রাজ্যে ফের বাড়ছে করোনার গ্রাফ। পূরণ হচ্ছে হাসপাতালের বেডও। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। তবে সেই নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রথ উৎসবে মজেছেন আমজনতা (Doctors are Worried for Corona Increase Day by Day)।

Corona Increase
চোখ রাঙাচ্ছে করোনা

By

Published : Jul 2, 2022, 9:08 PM IST

কলকাতা, 2 জুলাই: স্বাস্থ্য দফতরের নির্দেশিকাকে অমান্য করে বিপুল জনসমাগম রথ উৎসবে ৷ উদ্বেগ প্রকাশ চিকিৎসক মহলের (Doctors are Worried for Corona Increase Day by Day)৷

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 499 জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 20 লাখ 32 হাজার 663। স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী বিপুল কোনও জনসমাগমে গেলে অতি অবশ্যই সবাই যেন মাস্ক ব্যবহার করে। আর সকলের যেন টিকাকরণ সম্পূর্ণ হয়ে থাকে।

বহু মানুষের টীকাকরণ হলেও মাস্ক ব্যবহারের প্রতি দেখা মিলেছে বহু অসচেতনতার ছবি। রথযাত্রা উপলক্ষে দু'বছর পর একাধিক জায়গায় দেখা মিলেছে ভিন্ন স্বাদের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানকে ঘিরে ছিল শয়ে-শয়ে লোকের উপস্থিতি। আর তারমধ্যে একাধিক মানুষের মুখেই ছিল না মাস্ক।

রথযাত্রার এই চিত্র দেখে চিন্তায় পড়েছে বিশেষজ্ঞ মহল থেকে চিকিৎসক মহল। চিকিৎসক অরুনাভ সেনের কথায়, "এই চিত্র খুবই ভয়ানক। আমি এই চিত্রটা দেখে রীতিমতো আঁতকে উঠেছি। গত দু-তিন বছরের মধ্যে এই বছর খুব বিরাট রথযাত্রা পালিত হয়েছে। সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। চতুর্থ ঢেউ শুরু হয়েছে যা এখন আমরা দেখছি। যদি এর কোনও মিউটেশন দেখা যায় তবে এর ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত।"

স্বাস্থ্য দফতরের নির্দেশিকাকে অমান্য করে বিপুল জনসমাগম রথ উৎসবে

আরও পড়ুন :স্থূলকায়দের ক্ষেত্রে বেশি কার্যকর করোনা টিকা, বলছে গবেষণা

অন্যদিকে আরেক চিকিৎসক পিনাকি দে জানান, বর্তমানে রাজ্যের কোভিড পরিস্থিতি ঠিক কী তা এখন বোঝা যাচ্ছে না। কারণ বহু সংখ্যক মানুষ টেস্ট করাচ্ছেন না। সংক্রমণ হওয়ার বেশ কিছুদিন পর মানুষ আসছেন ৷ তবে এখনও পর্যন্ত কোনও কোভিড আক্রান্ত রোগীর অবস্থা খুব ভয়াবহতা সৃষ্টি করেনি। সাধারণ মানুষ কখনই কথা শোনেনি। আর এমনিতেও মানুষ বর্তমানে হাল ছেড়ে দিয়েছে ৷ তবে সুরক্ষার জন্য আমি বলব মাস্ক পড়া দরকার। যে কোনও অনুষ্ঠানই হোক না কেন জমায়েত মাত্রই সংক্রমণ বেশি ছড়ায়। কালকে জমায়েত হয়েছে তাতেও সংক্রমণ ছড়ানোর প্রবণতা থাকছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details