কলকাতা, 8 অক্টোবর: পুজো মিটতেই এক অদ্ভুদ অনুভূতি । কারও শরীর ম্যাজম্যাজে, কারও আবার বমি-পেট ব্যাথা । তবে এসব ক্ষেত্রে সাধারণ মানুষ ভরসা রাখে প্যারাসিটামলের উপর । কিন্ত সেটা কি আদ্যও ঠিক ? ভবিষ্যতে এই মাথা না-ঘামানোর বিষয়টাই মাথায় চেপে বসতে পারে বড় রকমে বলেই মনে করছেন চিকিৎসকদের (Body Awareness) ।
জনস্বার্থ বিশেষজ্ঞ অনির্বাণ দোলুই বলেন, "পুজোর সময় মানুষ একে অপরের কাছাকাছি হয়েছে । বিদেশ থেকেও আত্মীয় এসেছে অনেকের বাড়িতে । কেউই মাস্ক পড়েনি । আমরা কোভিড থেকে সুস্থ হয়ে উঠতে পারলেও পুরোপুরি কোভিড শেষ এটা বলা যাবে না ৷ তবে যেটা পুজো মিটতেই দেখা যাচ্ছে লোকের মধ্যে একটা ম্যাজম্যাজে ভাব । কারও আবার জ্বরও । এটা ফেলে না রেখে বা নিজে থেকে প্যারাসিটামল খেয়ে নেওয়া উচিত নয় । প্রথমে সমস্যা দেখা না গেলেও আসতে আসতে রক্তক্ষরণ ও শরীর ডিহাইড্রেট হয়ে যায় । যেটা ডেঙ্গির একটা ধাপ । আর সেটা মারাত্মক । তাই যদি কারও জ্বর হয়, তখন তাঁর উচিত সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ।"