কলকাতা, 17 অক্টোবর : রাজনৈতিক দলগুলোর "আত্মঘাতী, স্বাস্থ্যবিমুখ কর্মকাণ্ড" দেখে শঙ্কিত চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । এই সংগঠন জানিয়েছে, COVID-19-এর সংক্রমণ আরও বেড়ে গেলে তা সামাল দেওয়া কিন্তু সত্যিই সম্ভব নয় । এই ধরনের পরিস্থিতিতে সব রাজনৈতিক দলকে COVID-19 সংক্রান্ত নিয়ম মেনে আন্দোলন করার জন্য চিকিৎসকদের এই সংগঠনের তরফে অনুরোধ জানানো হয়েছে ।
রাজনৈতিক দলগুলোর "স্বাস্থ্যবিমুখ কর্মকাণ্ড"-এ শঙ্কিত চিকিৎসকরা, নিয়ম মানার অনুরোধ
গণতন্ত্রে আন্দোলনের ভূমিকা অস্বীকার করা যায় না, অস্বীকার করা উচিতও নয় । কিন্তু, কোরোনা পরিস্থিতির কথা জানিয়ে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-এর পক্ষ থেকে চিকিৎসকেরা সাবধান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ।
গণতন্ত্রে আন্দোলনের ভূমিকা অস্বীকার করা যায় না, অস্বীকার করা উচিতও নয় । কিন্তু, কোরোনা পরিস্থিতির কথা জানিয়ে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-এর পক্ষ থেকে চিকিৎসক অর্জুন দাশগুপ্ত, চিকিৎসক পুণ্যব্রত গুণ, চিকিৎসক রাজীব পান্ডে এবং চিকিৎসক সঞ্জয় হোম চৌধুরি যৌথভাবে বলেছেন, "এর মধ্যেই প্রতিদিন কোনও না কোনও রাজনৈতিক দল জনসভা, মিছিল করে চলেছে । বেশিরভাগ ক্ষেত্রেই কোনও সামাজিক দূরত্ববিধি, মাস্ক চোখে পড়েনি । পড়লেও খুব সামান্য । এই আত্মঘাতী, স্বাস্থ্যবিমুখ কর্মকাণ্ড দেখে চিকিৎসকদের সংগঠন হিসাবে আমরা শঙ্কিত ।" তাঁরা বলেন, "চিকিৎসক, চিকিৎসাকর্মী, হাসপাতালের বেড ইত্যাদি সহ আমরা কিন্তু চিকিৎসা ব্যবস্থার ক্ষমতার প্রায় শেষ সীমায় পৌঁছে গিয়েছি । COVID-19-এর সংক্রমণ আরও বাড়লে, তা সামাল দেওয়া কিন্তু সত্যিই সম্ভব নয় । সামনে নির্বাচন । সব রাজনৈতিক দলকে করজোড়ে আমরা COVID-19 সংক্রান্ত নিয়ম মেনে আন্দোলন করার জন্য অনুরোধ জানাচ্ছি ।"
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও ধরনের অনিয়ন্ত্রিত জনসমাবেশ থেকে কোরোনা ছড়াতে পারে । আর এটা যদি হয়, তখন শুধু আত্মঘাতী নয়, এই ধরনের রাজনৈতিক আন্দোলন গণহত্যার অভিযোগে অভিযুক্ত হবে । সব রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে চিকিৎসকদের এই সংগঠনের আবেদন, বাঁচার চেষ্টা করা হোক, সকলকে বাঁচানোর চেষ্টা করা হোক ।