পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Omicron in Bengal : ওমিক্রন আবহে কী করবেন, জেনে নিন চিকিৎসকদের পরামর্শ - Omicron in Bengal

রাজ্যে এক বালকের দেহে ধরা পড়েছে ওমিক্রন ৷ সুস্থ থাকতে একাধিক পরামর্শ চিকিৎসকদের (doctors advice on omicron infection)

Omicron in Bengal
ওমিক্রন আবহে কী করবেন

By

Published : Dec 15, 2021, 10:05 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : আতঙ্ক বাড়িয়ে রাজ্যেও হানা দিয়েছে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন ৷ আবুধাবি ফেরত মুর্শিদাবাদের সাত বছরের এক বালকের দেহে ধরা পড়েছে ওমিক্রন ৷ এই ওমিক্রন আবহে কীভাবে সতর্ক থাকবেন, নিজের ও পরিবারের সদস্যদের নিরাপদে রাখতে, শিশুদের খেয়াল রাখতে এই সময় কী করণীয় তা নিয়ে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা (doctors advice on omicron infection) ৷

আরও পড়ুন : বঙ্গেও ওমিক্রনের হানা, আক্রান্ত আবুধাবি ফেরত সাত বছরের বালক

প্রখ্যাত চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, করোনার অন্যান্য সংক্রমণের মতো ওমিক্রন আক্রান্তদেরও অবশ্যই আইসোলেশনে থাকা উচিত ৷ সেই আক্রান্তদের যাঁরা দেখভাল করবেন তাঁরাও যেন প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন। এছাড়াও তিনি বলেন, "ভিড় এড়াতে হবে৷ মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষকেও যাত্রীদের পরীক্ষা করতে হবে। বহু সময় ওমিক্রন আক্রান্তরা উপসর্গহীন হন এটা মাথায় রাখতে হবে।"

ওমিক্রন আবহে কী করবেন, জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

শিশুরোগ বিশেষজ্ঞ, ডাঃ জয়দেব রায় বলেন, "ওমিক্রন সংক্রমণ এড়াতে মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করা, যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়া এই সব সতর্কতাই অবলম্বন করতে হবে ৷ যেহেতু ওমিক্রন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পরে তাই এর ক্ষেত্রে আক্রান্তদের দ্রুত আইসোলেশনে পাঠানোটা খুব জরুরি। ওমিক্রনে মৃত্যুর হার বেশি না হলেও এর দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতাই চিন্তার ৷ সকলের উচিত দুরত্ববিধি মেনে চলা ৷"

ABOUT THE AUTHOR

...view details