পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্ত ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক, কোয়ারান্টাইনের জন্য চিহ্নিত 49 - corona infection

পার্কসার্কাসে অবস্থিত কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক কোরোনা আক্রান্ত ৷ ছুটিতে থাকাকালীন তাঁর জ্বর আসে ৷ তারপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ সন্দেহ হওয়ায় সোয়াবের নমুনা পরীক্ষা করলে ধরা পড়ে তিনি কোরোনা আক্রান্ত ৷ তাঁর সংস্পর্শে আসা 49জনকে কোয়ারান্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল
কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল

By

Published : Apr 15, 2020, 6:38 PM IST

কলকাতা, 15 এপ্রিল : কোরোনায় আক্রান্ত হলেন এবার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক । এর জেরে এখানকার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে 49 জনকে কোয়ারান্টাইনে পাঠানোর জন্য চিহ্নিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । যে দুই ওয়ার্ডে ওই চিকিৎসক ডিউটি করেছিলেন, সেখানকার রোগীদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে । যে সব রোগীর ক্ষেত্রে কোরোনা আক্রান্ত সন্দেহ করা হবে, তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানানো হয়েছে ।

পার্কসার্কাসে অবস্থিত কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের যে চিকিৎসকের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে, তিনি একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক । হাসপাতাল সূত্রে খবর, 26 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত হাসপাতালের মেডিসিন বিভাগের মেল এবং ফিমেল ওয়ার্ডে ডিউটি করেছিলেন এই চিকিৎসক । তারপর তিনি কোরোনা মোকাবিলায় হাসপাতালের গৃহীত ব্যবস্থা অনুযায়ী ছুটিতে চলে যান । জানা গিয়েছে, ছুটিতে থাকাকালীন 3 এপ্রিল এই চিকিৎসক জ্বরে আক্রান্ত হন । তাঁকে ভর্তি করানো হয় টালিগঞ্জে অবস্থিত MR বাঙুর হাসপাতালে । এই চিকিৎসক কোরোনায় আক্রান্ত কিনা জানতে 12 এপ্রিল তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । গতকাল নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত ।

এই চিকিৎসকের COVID-19 পজ়িটিভ ধরা পড়ার পরই পরবর্তী পদক্ষেপ করে হাসপাতাল কর্তৃপক্ষ । কোরোনা আক্রান্ত এই চিকিৎসকের সংস্পর্শে কারা এসেছিলেন সেই সব বিষয়ে শুরু হয় খোঁজখবর । হাসপাতাল সূত্রে খবর, সেই মতো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 49 জনকে চিহ্নিত করা হয়েছে । এই 49 জনকে কোয়ারান্টাইনে পাঠানোর জন্য তালিকা তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে, এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে ।

হাসপাতালের মেডিসিন বিভাগের মেল এবং ফিমেল ওয়ার্ডের রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে । দুই ওয়ার্ডকেই জীবাণুমুক্ত করা হবে । এছাড়া ওয়ার্ডগুলির সব রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে কারও কোরোনা সংক্রমণ হয়েছে কিনা । যে সব রোগীর ক্ষেত্রে সন্দেহ করা হবে, তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে । যাঁদের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁদের চিকিৎসা চলবে এই হাসপাতালেই । যদি কোনও রোগীর ক্ষেত্রে রিপোর্ট পজ়িটিভ আসে তাহলে ওই রোগীকে সরকারি প্রোটোকল অনুযায়ী, MR বাঙুর হাসপাতালে অথবা ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে স্থানান্তর করা হবে । হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে মেডিসিন বিভাগে নতুন রোগীদের ভরতি নেওয়ার প্রক্রিয়া যাতে বন্ধ করে দিতে না হয়, তার জন্য হাসপাতালের অন্য ওয়ার্ডে মেডিসিন বিভাগে ভরতি হওয়া নতুন রোগীদের রাখা হবে ।

ABOUT THE AUTHOR

...view details