কলকাতা, 8 মে: নার্সিংহোম লাগোয়া ফ্ল্যাটের লিফট ছিঁড়ে আহত হলেন দম্পতি চিকিৎসক। জানা গিয়েছে, ওই দম্পতি চিকিৎসককে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের চোট গুরুতর। ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায়। ঘটনার পর কসবা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যদের। পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে লিফট মেরামতি এবং পরিচর্যা না-করার ফলেই লিফটের তার ছিঁড়ে পড়েছে।
জানা গিয়েছে, কসবা থানা এলাকায় ফ্ল্যাটের নীচেই একটি ছোটখাটো নার্সিংহোম চালান ওই চিকিৎসক দম্পতি। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা চিকিৎসকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশংকাজনক। জানা গিয়েছে, যেই ফ্ল্যাটে এই চিকিৎসক দম্পতি থাকে তার নীচের তলাতেই রয়েছে একটি ছোটখাটো নার্সিংহোম। এদিন সন্ধ্যায় উপরে উপরের ঘর থেকে লিফটে করে নীচে নামছিল ওই চিকিৎসক দম্পতি। তখনই ওই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান।