কলকাতা, 2 এপ্রিল : রাজ্যের সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেই বিষয়ে এখনও স্পষ্ট উত্তর নেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে। তবে সূত্র জানাচ্ছে, সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকার সম্ভাবনাই বেশি। কারণ অপর্যাপ্ত বাহিনী। তাই এ রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে খোঁজ-খবর করছে কমিশন। যদিও রাজ্য পুলিশের তরফে কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে অনুরোধ করা হয়েছে, ভোটের কাজে ব্যবহার করার জন্য জঙ্গলমহল থেকে যেন কেন্দ্রীয় বাহিনী সরানো না হয়।
সূত্র জানাচ্ছে, রাজ্যের DG এবং ADG (আইনশৃঙ্খলা) নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে অনুরোধ করেছেন, মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল থেকে কোনওভাবেই যেন কেন্দ্রীয় বাহিনী সরানো না হয়। পাশাপাশি রাজ্য পুলিশের তরফে পর্যাপ্ত সশস্ত্র বাহিনী দেওয়া হবে বলে বিবেক দুবেকে আশ্বাস দিয়েছেন রাজ্য পুলিশের কর্তারা।
কাশ্মীরে পুলওয়ামার ঘটনার পর নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকারের চিন্তা বেড়েছে অনেকটাই। তাই দেশের বিভিন্ন উপদ্রুত এলাকায় পর্যাপ্ত বাহিনী রেখে তবেই নির্বাচনের জন্য বাহিনী বরাদ্দ করতে হচ্ছে। ফলে রাজ্যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী রেখে নির্বাচনের যে দাবি উঠেছে, সেই দাবি মানা সম্ভবত সম্ভব হচ্ছে না নির্বাচন কমিশনের। দেশজুড়ে লোকসভা নির্বাচন হচ্ছে। কাশ্মীরের মত উত্তেজনাপ্রবণ রাজ্যে নির্বাচনের সময় সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার। আবার ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মাওবাদী অধ্যুষিত এলাকাতেও প্রায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। তাই বিরোধীরা দাবি জানালেও এ রাজ্যে সব বুথে সম্ভবত কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে না।