পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জো়ন নিয়ে মাথা ব্যথা না করে কিট কবে রাজ্যে আসবে জানান : ফিরহাদ হাকিম - lockdown

জো়ন নির্ধারণ নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য বিরোধ । সেই নিয়েই গতকাল ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, "গ্রিন জো়নে যে কোনও সময় রেড জো়নে পরিণত হতে পারে । আবার যা এই মুহূর্তে রেড জো়নে আছে সেটাও গ্রিন জো়নে পরিণত হতে পারে ।"

ছবি
ছবি

By

Published : May 3, 2020, 2:07 PM IST

কলকাতা, 3 মে : জো়ন নির্ধারণ নিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধ অব্যাহত । কেন্দ্রীয় সরকার রেড জো়ন হিসেবে রাজ্যের 10টি জেলাকে চিহ্নিত করেছে । অন্যদিকে, রাজ্য সরকার 4 জেলাকে রেড জো়ন হিসেবে চিহ্নিত করেছে । যে কারণে মতপার্থক্য তৈরি হয়েছে ।

এই বিষয়ে গতকাল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, "গ্রিন জো়নে যে কোনও সময় রেড জো়নে পরিণত হতে পারে । আবার যা এই মুহূর্তে রেড জো়নে আছে সেটাও গ্রিন জো়নে পরিণত হতে পারে । যেমন আমি প্রতি মুহূর্ত চেষ্টা করছি, আমার এলাকাকে গ্রিন জো়নে পরিণত করার । এটা চলতে থাকবে । কোনও এলাকায় কোরোনা আক্রান্ত রোগী ধরা পড়লেই সেটা রেড জো়নে পরিণত হতে পারে ।"

এদিকে, BJP-র পক্ষ থেকে দিলীপ ঘোষ বলেছেন, জো়ন যদি সঠিকভাবে না জানানো হয় মানুষ সচেতন হবেন না । তাই তাঁদের সুবিধার জন্য জো়ন পরিষ্কার করে জানানো হোক । দিলীপবাবুর এই বক্ত্যবের পালটা মন্তব্য করে ফিরহাদ হাকিম বলেন, " সকলেই জানেন কোনটি রেড জো়ন, কোনটি গ্রিন জো়ন । যিনি অভিযোগ করছেন সেই দিলীপ ঘোষও জানেন উনি কোন জো়নে রয়েছেন । ওঁরা শুধু রাজনীতি করছেন এই সময় । জো়ন নিয়ে মাথা ব্যথা না করে কোরোনা নির্ণয়কারী কিট কবে রাজ্যে আসবে আগে সেটা ওঁরা ভালো করে জানান ।"

ফিরহাদ জানিয়েছেন, রাজ্য সরকার লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । বেশিরভাগ মানুষই সচেতন হয়ে বাড়িতে রয়েছেন । কিন্তু কিছু মানুষ সোশাল ডিসট্যান্স মানছেন না বলে রোগ বৃদ্ধি পাচ্ছে। তাই তাঁদের কাছে অনুরোধ, বাড়িতে থাকুন।

ABOUT THE AUTHOR

...view details