পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তার খোলা খাবার, শরবত না খেতে আবেদন অতীনের

রাস্তার ধারে ছোটো ছোটো দোকানগুলির খোলা খাবার ও খোলা শরবত খাবেন না। এই আবেদন জানালেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। এই নিয়ে মানুষকে সচেতন করতে পৌরনিগমের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরফ ব্যবহার শরবতে

By

Published : Apr 10, 2019, 1:20 PM IST

Updated : Apr 10, 2019, 2:39 PM IST

কলকাতা, 10 এপ্রিল : রাস্তার খোলা খাবার ও খোলা শরবত না খাওয়ার আবেদন করলেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, "কলকাতা শহরে খাদ্য নিরাপত্তা ও সুরক্ষা বাড়াতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই শহর জুড়ে আমরা বিজ্ঞাপন দেওয়া শুরু করেছি। সাধারণ মানুষের কাছে আবেদন করছি এই গরমে যাতে তারা রাস্তার খোলা শরবত ও খোলা খাবার না খায়।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "যারা দোকানে খাবারের ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু যারা রাস্তার ধারে ছোটো ছোটো দোকান করে ব্যবসা করে সেখানকার খাবারের নমুনা আমরা সংগ্রহ করছি। এই দোকানগুলির জন্য যেহেতু কোনও আইন নেই তাই তারা ভেজাল খাবার বিক্রি করলে তাদের খাবার বাজেয়াপ্ত করে তাদের সতর্ক করব। মৃতদেহ রাখা ও মাছ রাখার জন্য যে বরফ ব্যবহার করা হয় তা অনেক সময় এই রাস্তার ধারে শরবতের দোকানগুলি ব্যবহার করে থাকে। এই শরবত মানুষ খেলে লিভার ও পেটের সমস্যা হবে। তাই আমরা বলব খোলা খাবার খাবেন না।"

কলকাতা পৌরনিগমের তরফে অভিযান

তিনি আরও বলেন, "52 দিনের অভিযানের মধ্যে ইতিমধ্যেই আমরা 13 দিন অতিক্রম করেছি। যেহেতু 23 মে পর্যন্ত পৌরনিগমের অনেক কর্মী নির্বাচনের কাছে ব্যস্ত থাকবেন তাই এই মুহূর্তে আমাদের অভিযান চালিয়ে নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে। নির্বাচনের পরে অভিযান আবার স্বাভাবিক ভাবেই চলবে।"

Last Updated : Apr 10, 2019, 2:39 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details