পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Municipal Recruitment Corruption: পৌরনিয়োগে দুর্নীতি সংক্রান্ত আবেদন শোনার এক্তিয়ার নেই, মামলা ছাড়ল ডিভিশন বেঞ্চ

পৌরনিয়োগে দুর্নীতি সংক্রান্ত আবেদন তাদের শোনার এক্তিয়ার নেই, এমনই দাবি করে মামলা ছাড়ল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ ৷

Municipal Recruitment Corruption
Municipal Recruitment Corruption

By

Published : May 19, 2023, 5:41 PM IST

কলকাতা, 19 মে: পৌরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শোনার এক্তিয়ার তাদের বেঞ্চের নেই ৷ এ কথা জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের আপিল করা মামলা থেকে অব্যাহতি নিল ৷

পৌরসভায় নিয়োগে দুর্নীতির তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । রাজ্য সরকার সেই নির্দেশ পুনর্বিবেচনার যে আবেদন করেছিলেন, তা আজ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার । কিন্তু ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যে, তাদের এই মামলা শোনার অধিকার নেই । ফলে হাইকোর্টের প্রধান বিচারপতি ফের নতুন কোনও বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠাবেন ।

উল্লেখ্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত চলাকালীন সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হন হুগলির প্রমোটার অয়ন শীল । যিনি আবার নিজের এজেন্সি থেকে রাজ্যের বিভিন্ন পৌরসভায় নিয়োগের ওএমআর শিট সরবরাহ করতেন বলে অভিযোগ । কেঁচো খুড়তে গিয়ে কেউটের সন্ধান পায় সিবিআই ও ইডি । কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে পৌরসভায় নিয়োগে দুর্নীতির বিষয়ে আলাদা করে এফআইআর দায়ের করে তদন্তের আর্জি জানায় ৷ সেই আবেদনে সম্মতি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

তিনি নির্দেশে আরও জানিয়েছিলেন যে, সিবিআই ও ইডির কাজে যাতে কোনও বাধা সৃষ্টি না হয় এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা পাওয়া যায় তা দেখবেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল । পাশাপাশি সিবিআই-ইডির কোনও তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে হলেও আদালতের অনুমতি নিতে হবে বলে জানান তিনি ।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের পরই রাজ্য সুপ্রিম কোর্টে আপিল করে । সুপ্রিম কোর্ট মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে অন্য কোনও বিচারপতির বেঞ্চে দেওয়ার নির্দেশ দেয় । কিন্তু বেঞ্চ পরিবর্তন হলেও বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন ।

উল্লেখ্য, হুগলির প্রমোটার অয়ন শীল গ্রেফতারের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পারে, রাজ্যের প্রায় 44টি পৌরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এই অয়ন শীল । রাজ্যে শিক্ষক নিয়োগে যে বিপুল দুর্নীতির সন্ধান পাওয়া গিয়েছে, তার সঙ্গে পৌর নিয়োগ দুর্নীতিরও যোগ রয়েছে বলে অভিযোগ ওঠে । কিন্তু কেন্দ্রীয় সংস্থা সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে বাধা পাচ্ছে বলে অভিযোগ ওঠে । যেহেতু তাদের এক্তিয়ার নেই । সেই জন্য হাইকোর্টের অনুমতি নেয় ইডি ও সিবিআই ।

আরও পড়ুন:পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত, স্থগিতাদেশ দিল না নয়া বেঞ্চ

ABOUT THE AUTHOR

...view details