কলকাতা ১৮ অক্টোবর : যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্যের আবেদন গৃহীত হল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্যের বিরুদ্ধে যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের উপর বুধবার স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি সিদ্ধার্থ রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি, দু'পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে ৷ মামলার পরবর্তী শুনানি 8 ডিসেম্বর ।
উল্লেখ্য, গত সপ্তাহে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন সুনন্দা গোয়েঙ্কা। এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে অধ্যক্ষার পক্ষে আইনজীবী সুবীর স্যানাল বলেন, "এই বিষয়টি নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলা গ্রহণযোগ্যও নয় । অধ্যাক্ষার বিরুদ্ধে অভিযোগ তিনি বেআইনিভাবে চাকরি পেয়েছেন । মামলাকারী ওই কলেজেরই ছাত্র ঘটনার তদন্ত অন্য কোনও এজেন্সিকে দেওয়ার আবেদন জানান । 2018 সালের অক্টোবর মাসে একটা এফআইআর দায়ের হয়েছিল । ম্যাজিস্ট্রেট কোর্টে 2022 সালের এপ্রিল মাসে রিপোর্ট দাখিল হয় । সেই মামলা এখনও সেখানে বিচারাধীন রয়েছে । ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করলে নির্দেশ দিতে পারেন । এই পরিস্থিতিতে কী করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মামলা গ্রহণ করে ? মামলাকারী ম্যাজিস্ট্রেট কোর্টেও কিছু করতে পারেননি । অথচ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ম্যাজিস্ট্রেটের কাজ করে দিয়েছে।"