কলকাতা, 13 ডিসেম্বর: সংরক্ষণ ইস্যুতে এ বছর এমবিবিএস-এ ভর্তি মামলায় আদালতে জট অব্যাহত রইল । হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে আপাতত অন্তর্বর্তী কোনও নির্দেশ দিল না । 15 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।
এমবিবিএস কোর্সে ভর্তির তালিকা বাতিলের হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের নির্দেশেও আপাতত হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ । আবার ভর্তি প্রক্রিয়া চালানোর ব্যাপারে রাজ্যের সর্বশেষ যে নির্দেশ ছিল তা নিয়েও এদিন কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি ৷ ফলে আপাতত সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল থাকছে ৷ তবে সংবিধান সংশোধন করে দুঃস্থদের জন্য 10 শতাংশ সংরক্ষণের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ কার্যকরে আদালত দায়বদ্ধ বলে এদিন মন্তব্য করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ (division bench of cal hc reserves verdict on MBBS merit list issue) ৷
আরও পড়ুন:এমবিবিএসের মেধাতালিকা খারিজ হাইকোর্টের, নয়া তালিকা প্রকাশের নির্দেশ
তবে এদিন আদালত জানিয়েছে, বৃহত্তর স্বার্থে যেখানে প্রায় সব আসনে ভর্তি প্রক্রিয়া হয়ে গিয়েছে, এই অবস্থায় আদালত আপাতত একটি পদ ফাঁকা রাখার নির্দেশ দিচ্ছে । তবে তার আগে সব মেডিক্যাল কলেজ 10 শতাংশ করে অঙ্কের হিসেবে সংরক্ষণের জন্য আসন দিলে মামলাকারী তিস্তা দাসের যোগ্যতামান কোথায় দাঁড়ায়, তা খতিয়ে দেখতে হবে ।
মামলাকারী তাঁর যোগ্যতায় ভর্তি হতে পারেন কি না, 15 ডিসেম্বরের মধ্যে রাজ্য তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে। সেই রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত নির্দেশ দেবে আদালত । উল্লেখ্য, গত 5 ডিসেম্বর রাজ্য সরকারের চলতি বছরের এমবিবিএসের প্রকাশিত মেধা তালিকা খারিজ করার নির্দেশ দেয় হাইকোর্ট । দুঃস্থ শ্রেণীর জন্য 10 শতাংশ কোটার নির্দেশ কার্যকর না-হওয়ায় বিচারপতি অনিরুদ্ধ রায় এই নির্দেশ দেন । এর ফলে রাজ্যে সরকারি কোটায় চিকিৎসক নিয়োগে জটিলতা তৈরি হয় । এই তালিকা বাতিল করে রাজ্য স্বাস্থ্য দফতরকে সাতদিনের মধ্যে বিধি মেনে নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য (division bench of Calcutta High Court) ।