পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Kisan Morcha: বাঁকুড়া ও উত্তর কলকাতায় বঙ্গ বিজেপির কিষান মোর্চার সভাপতি নিয়োগ - বঙ্গ বিজেপির কিষান মোর্চা

বাঁকুড়া ও উত্তর কলকাতায় বঙ্গ বিজেপির কিষান মোর্চার (BJP Kisan Morcha) সভাপতি নিয়োগ করা হল ৷ আজ তাঁদের নাম ঘোষণা করেছেন কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার ৷

District presidents appointed of BJP Kisan Morcha of Bankura and North Kolkata
District presidents appointed of BJP Kisan Morcha of Bankura and North Kolkata

By

Published : Oct 31, 2022, 9:06 PM IST

কলকাতা, 31 অক্টোবর: বঙ্গ বিজেপির তরফে বাঁকুড়া এবং উত্তর কলকাতা জেলার কিষান মোর্চার (BJP Kisan Morcha) নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হল । সোমবার এই পদগুলিতে সদস্যের নামও ঘোষণা করেছেন কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার । কল্যাণ চৌবে যখন উত্তর কলকাতায় জেলা সভাপতি ছিল তখন ওই জেলায় কিষান মোর্চার সভাপতির পদ দীর্ঘ দিন ধরেই ফাঁকা পরে ছিল । তাই উত্তর কলকাতায় কিষান মোর্চার তরফে সাংগঠনিক গতি আনতে এবং অন্যান্য কাজের জন্য সভাপতি নিয়োগ (District presidents appointed of BJP Kisan Morcha) করা হল বলে জানা গিয়েছে ।

বাঁকুড়া জেলার ক্ষেত্রে এর আগে কিষান মোর্চার তরফে সভাপতি ছিলেন ধবল মিশ্র । তবে সভাপতি পরিবর্তনে কাজে অনেক বেশি গতি আসবে বলেই মনে করছেন রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার । তিনি আরও বলেন, "আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় কিষান মোর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে । অন্যদিকে সারা রাজ্যে কিষানরা যে দূরাবস্থার মধ্যে আছে তার বিরুদ্ধে আমাদের এক জোট হয়ে লড়তে হবে ।"

আরও পড়ুন:'ব্রিজ তো কলকাতাতেও ভাঙে', গুজরাতের সেতু বিপর্যয়ে মন্তব্য দিলীপের

মহাদেব সরকারের দাবি, "পশ্চিম মেদিনীপুরে 2021 সালে এক বছরে 134 জন কৃষক আত্মহত্যা করেছেন ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে যে সমস্ত সুযোগ-সুবিধাগুলি দেওয়া হয়, আমাদের রাজ্যে সেই সমস্ত সুযোগ সুবিধা কিষানদের হাতে এসে পৌঁছয় না । এমনকী কৃষি সম্মান নিধির টাকাও এই রাজ্যের কৃষকরা গত তিন বছরে পায়নি ।"

ABOUT THE AUTHOR

...view details