কলকাতা, 12 এপ্রিল: মিড-ডে-মিলে দুর্নীতি নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল ৷ এ নিয়ে রীতিমতো সরগরম হয় রাজ্য রাজনীতি ৷ দিল্লি থেকে তদন্তে ছুটে আসে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল ৷ ফের বিতর্কে মিড-ডে-মিল ৷ এবার কলকাতা পৌরনিগমের মিড-ডে-মিলের হিসেবে গড়মিল রয়েছে বলে খবর মিলেছে ৷ পৌরনিগমের অর্থ (ফিনান্স) বিভাগের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট মিডে-ডে-মিলের অডিট রিপোর্ট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে ৷
সূত্রে জানা গিয়েছে, পৌরনিগমের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে স্কুলগুলির মিড-ডে-মিলের খরচে অসঙ্গতি ধরা পড়েছে ৷ রিপোর্টে ধরা পড়েছে, পৌরনিগমের শিক্ষা বিভাগ 2018-19, 2019-20, 2020-21 অর্থবর্ষে মিড-ডে-মিলের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা দিয়েছে ৷ হিসেব বহির্ভূতভাবে অতিরিক্ত প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে ৷ আর এই খরচ নিয়েই প্রশ্ন তুলেছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ৷ পৌরনিগম কর্তৃপক্ষ শিক্ষা বিভাগের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, অডিট রিপোর্টের হিসেব বলছে 2018-19 অর্থবর্ষে সালে 253টি পৌর-প্রাথমিক স্কুল এবং 81টি শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিল রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ৷ এক্ষেত্রে খরচ হয় কম-বেশি 75 লক্ষ টাকা ৷ তবে সেই খরচ 1 কোটি টাকারও বেশি করে দেখানো হয়েছে ৷ 2019-20 অর্থবর্ষে প্রায় 77 লক্ষ খরচ হয়েছে, যা বাড়িয়ে 1 কোটিরও বেশি করা হয় ৷ 2020-21 সালের হিসেবেও গড়মিল ধরা পড়েছে বলে জানা গিয়েছে ৷