পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পোস্তা উড়ালপুলের ঝুলন্ত অংশ ভাঙার কাজ শুরু - kolkata municipal corporation

20 জুন থেকে শুরু হবে পোস্তার মূল উড়ালপুল ভাঙার কাজ ৷ তার আগে আজ থেকে শুরু হল উড়ালপুলের যেসমস্ত অংশগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে , সেগুলি ভাঙার কাজ ৷

পোস্তা উড়ালপুল
পোস্তা উড়ালপুল

By

Published : Jun 15, 2021, 10:44 PM IST

কলকাতা , 15 জুন : পোস্তার মূল উড়ালপুল ভাঙার কাজ শুরু হবে 20 জুন থেকে ৷ তার আগে আজ থেকে উড়ালপুলের যেসমস্ত অংশগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে , সেগুলি ভাঙার কাজ শুরু হল ৷ এমনই পৌরনিগম সূত্রে খবর ৷ পোস্তার উড়ালপুলটি ভেঙে যাওয়ার সময় একাধিক ছোট ছোট অংশ ভেঙে ঝুলছিল ৷ মূল উড়ালপুলটি ভাঙার সময় যাতে কোনও অসুবিধা না হয় , সেজন্যই এমন সিদ্ধান্ত ৷

পোস্তা উড়ালপুল ভাঙা প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, 45 দিনের মধ্যে পুরো উড়ালপুলটিই ভেঙে ফেলা হবে ৷ দায়িত্ব দেওয়া হয়েছে কেএমডিএ তত্ত্বাবধানে চারটি সংস্থাকে ৷ যতদিন এই কাজ চলবে , ততদিন পোস্তা রুট বন্ধ থাকবে ৷ অন্যরুটে গাড়িগুলি চলবে ৷ কে কে টেগর স্ট্রিট, মিরবাহার ঘাট স্ট্রিট ৷ লালবাজার সূত্রে খবর , সোমবার রাত 11 টা থেকে 15 অগস্ট ভোর 5 টা পর্যন্ত বন্ধ থাকবে বলে স্ট্র্যান্ড রোডের একটি অংশ ৷

শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ

ইতিমধ্যেই ইঞ্জিনিয়াররা পুজো দিয়ে উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু করেছেন ৷ ধাপে ধাপে উড়ালপুলটি ভাঙা হবে ৷ ভাঙার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরনিগমের কর্মীরা এসে তা পরিষ্কার করে দেবেন ৷ কাজ চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য রাস্তা বরাবর যতটা খোলা হবে ততটাই দুই ধারে ক্রেন দিয়ে নামিয়ে রাস্তায় রাখার ব্যবস্থা করা হয়েছে।

তৎপর কেএমডিএর কর্মীরা

আরও পড়ুন :15 জুন থেকে ভাঙা হবে পোস্তা উড়ালপুল : ফিরহাদ

পৌরনিগম সূত্রে খবর , পুরো উড়ালপুলটি ভাঙার সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্যই পুরো উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সবই নতুন করে গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details