কলকাতা, 1 অগস্ট: একদিকে যখন রাজ্য বিধানসভার অধিবেশন মণিপুর ও ডেঙ্গি নিয়ে উত্তাল হচ্ছে, তখনই সরগরম দিল্লির বাদল অধিবেশনও । তারই মাঝে সোমবার সংসদ ভবনে বেশ রাতের দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা এবং বৈঠক সারলেন বাংলার বিজেপি সাংসদরা । ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও । তিনি একটি ভিডিয়ো বার্তায় সেই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানিয়েছেন ৷
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এ বার প্রতিটি রাজ্যের সাংসদ ও নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলার ক্ষেত্রে যদিও এর আগে দু'বার অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । সোমবার বাংলার সাংসদদের সঙ্গে কথা হল প্রধানমন্ত্রীর ৷
এই বিষয়ে দিল্লি থেকে একটি ভিডিয়ো বার্তায় সুকান্ত মজুমদার বলেন, "আজ আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে । আগামী লোকসভা নির্বাচন নিয়ে তিনি আমাদের মার্গ দর্শন করেছেন । তিনটি রাজ্য থেকে মোট ছয়টি ভিডিয়ো দেখানো হয়েছে । এনডিএ সরকার বাংলায় পরিকাঠামোগত যে কাজ করেছে, তার খতিয়ানও উঠে এসেছে বৈঠকে ।"