কলকাতা, 9 জানুয়ারি : ব্রিগেড সমাবেশে রাহুল গান্ধিকে নিয়ে এসে আসন সমঝোতার বার্তা বামফ্রন্টের । রাজ্য কমিটির বৈঠকে আগামী চার মাসের কর্মসূচি গৃহীত হল । সবকটি বাম দল এবং বাম সহযোগী দল শুক্রবারের বৈঠকে অংশগ্রহণ করে । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে বৈঠক হয় । 28 ফেব্রুয়ারি অথবা 7 মার্চ বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ নিয়েও আলোচনা হল বামফ্রন্টের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে । আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের আসন বণ্টনের রূপরেখা নিয়েও আলোচনা হয় বৈঠকে । যৌথ কর্মসূচিতে ব্রিগেড সমাবেশ সফল করতে জেলা এবং ব্লক ভিত্তিক প্রচার চালানো হবে ৷
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ‘‘দ্রুত আসন বন্টন প্রক্রিয়ার নিষ্পত্তি করতে হবে ।’’ কোন আসনে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়েও শুক্রবার আলোচনা হয় । 2016 সালের ঘটনার কথা উল্লেখ করে বামফ্রন্ট চেয়ারম্যান সকলকেই অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন । কোনওরকম ভাবেই জোটে চির না ধরে সেদিকে সাবধানী থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।
2016 সালে বিধানসভা ভোটে রাজ্যে বাম ও কংগ্রেস 77 টি আসনে জয়ী হয় । দু'দল সম্মিলিতভাবে 40 শতাংশ ভোট পায় । 2019 সালের লোকসভা নির্বাচনে যদিও পৃথক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে বামফ্রন্ট এবং কংগ্রেস । সেখানেও যথাক্রমে 6 এবং 7 শতাংশ ভোট পেয়েছিল দুই দল ।