পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্য দপ্তরে 893টি শূন্যপদে সরাসরি নিয়োগ - west bengal medical education service

প্রার্থীকে WBHRB-র দেওয়া বিজ্ঞপ্তির নিয়ম মেনে নিজের যোগ্যতা যাচাই । উল্লেখিত শর্ত কোন অবস্থাতেই শিথিল করা যাবে না । নিয়োগ বাছাই করেই করা হবে । কিন্তু বিজ্ঞাপনের ফলস্বরূপ আবেদন বিপুল পরিমাণে হলে শর্টলিস্টিংয়ের উদ্দেশ্যে বোর্ড প্রিলিমিনারি পরীক্ষার ব্যবস্থা করতে পারে । আবেদনের শেষ তারিখ 10.11.2020 ।

west bengal medical education service
স্বাস্থ্য দপ্তরে 893টি শূন্যপদে সরাসরি নিয়োগ

By

Published : Nov 7, 2020, 7:00 AM IST

রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে চিকিৎসা শিক্ষায় বিভিন্ন বিভাগে টিউটর/ডেমনস্ট্রেটর পদে মোট 893টি শূন্যপদে সরাসরি নিয়োগ হতে চলেছে । যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা শুধুমাত্র অনলাইন মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড(WBHRB)-র অফিশিয়াল ওয়েবসাইট www.wbhrb.in-এ আবেদন করতে পারবেন ।

এই নিয়োগ প্রাথমিকভাবে অস্থায়ী হলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে । প্রার্থীকে WBHRB-র দেওয়া বিজ্ঞপ্তির নিয়ম মেনে নিজের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে । উল্লেখিত শর্ত কোনও অবস্থাতেই শিথিল করা যাবে না । নিয়োগ বাছাই করেই করা হবে । কিন্তু বিজ্ঞাপনের ফলস্বরূপ আবেদন বিপুল পরিমাণে হলে শর্টলিস্টিংয়ের উদ্দেশ্যে বোর্ড প্রিলিমিনারি পরীক্ষার ব্যবস্থা করতে পারে ।

বেতন কাঠামো : 76,796 টাকা প্রতি মাসে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনের শেষ তারিখ : 10.11.2020

বোর্ডের তরফে জানানো হয়েছে, অনলাইন সংক্রান্ত সমস্যা এড়াতে শেষ দিনের অপেক্ষা না করে তার আগে আবেদন করাই শ্রেয় ।

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details