পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPI(ML) ব্রাত্য নয়, বুঝিয়ে দিলেন দীপঙ্কর ভট্টাচার্য - রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ CPI(ML) লিবারেশন

রাজ্যের রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ CPI(ML) লিবারেশন। বললেন CPI(ML) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

দীপঙ্কর ভট্টাচার্য
দীপঙ্কর ভট্টাচার্য

By

Published : Nov 28, 2020, 10:32 PM IST

Updated : Nov 28, 2020, 10:56 PM IST

কলকাতা, 28 নভেম্বর : এই রাজ্যের রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ CPI(ML) লিবারেশন। স্পষ্ট বার্তা দিলেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। এরাজ্যের পরিস্থিতিতে তাঁদের দল যে যথেষ্ট ভালো ফল করবে সে বিষয়ে আশাবাদী তিনি। বৃহস্পতিবার 14টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে একদম শেষের দিকে ছিলেন গুটিকয়েক CPI(ML) লিবারেশনের কয়েকজন সদস্য। তাঁরা মূলত দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গেই ছিলেন। CPI(M)-র কাছে লিবারেশন কতটা ব্রাত্য তা জিজ্ঞেস করতেই অভিমানী দীপঙ্কর ভট্টাচার্য কিছুটা হলেও অস্বস্তিতে পড়লেন।

বিহারে সামান্য কিছু বেশি ভোট পেয়ে ক্ষমতায় এসেছে NDA । তবে এরাজ্যের পরিপ্রেক্ষিতে বামপন্থীরা যথেষ্ট ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। দীপঙ্কর ভট্টাচার্য বলেন, " সব লাল পতাকাই এক। CPI(M) কেন আমাদের গুরুত্ব দেয়নি, আজ সে কথা থাক। শ্রমিক কৃষক ঐক্যের জন্য আজ আন্দোলন হচ্ছে। কমিউনিস্ট পার্টির আন্দোলন। দেশের সরকার সংবিধান ও সাধারণ মানুষের অধিকার হরণ করেছে। আজ সংবিধান দিবস। নতুন লড়াইয়ের পথ প্রশস্ত হল। BJP সংবিধান এবং জনসাধারণের উপর আক্রমণ নামিয়ে আনছে। আমরা সরকারের বিরুদ্ধে । সংবিধানের পক্ষে। আগামী দিনের লড়াইয়ে কমিউনিস্ট পার্টির গতিপ্রকৃতি নির্ধারণ হবে এই আন্দোলন থেকেই ।" প্রধান শত্রু তৃণমূল নয় । কমিউনিস্ট, দেশ এবং রাজ্যের মানুষের প্রধান শত্রু যে BJP সেই মন্তব্য ফের একবার করলেন তিনি । যে মন্তব্যে CPI(M) তথা বামপন্থীদের মধ্যে CPI(ML) লিবারেশনের সম্পর্কে বিরূপ মনোভাব এসে গিয়েছিল।

CPI(ML) ব্রাত্য নয়, বুঝিয়ে দিলেন দীপঙ্কর ভট্টাচার্য

বৃহস্পতিবার কেন্দ্রীয় মিছিলে এসে দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "একদিকে BJP, অন্যদিকে মানুষ।" অর্থাৎ এখনও তিনি বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস মানুষের শত্রু নয়। মানুষের প্রধান শত্রু BJP। আর এখান থেকেই দূরত্ব তৈরি হয়েছে বামফ্রন্ট তথা প্রধান শরিক দল CPI(M)-র সঙ্গে CPI(ML) লিবারেশনের। তিনি জানান, বিহার এবং বাংলার রাজনৈতিক চরিত্র সম্পূর্ণ পৃথক। BJP-কে এ রাজ্যের মানুষ প্রশ্রয় দেবে না। বামপন্থীরা আসন্ন বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল করবে। নতুন শক্তি নিয়ে ফের বামপন্থীরাই উঠে আসবে এ রাজ্য পরিচালনার ক্ষেত্রে।সমগ্র বিষয়টি নিয়ে CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু জানান, কেউ ব্রাত্য নয়। আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব যেমন কেন্দ্রীয় মিছিলে অংশগ্রহণ করেছেন। তেমনি CPI(ML) লিবারেশনের পক্ষ থেকে দীপঙ্কর ভট্টাচার্য আশায় মিছিল আরও গুরুত্বপূর্ণ হয়েছে। অনাদি সাহু বলেন, "আমার সঙ্গে দীপঙ্কর ভট্টাচার্যের কথা হয়েছে। সূর্যকান্ত মিশ্র, বিমান বসু এবং সুজন চক্রবর্তীরা যেমন এই কেন্দ্রীয় মিছিলে অংশগ্রহণ করেছেন, তেমনি দীপঙ্কর ভট্টাচার্য এসেছেন শ্রমিক-কৃষকের জন্য ধর্মঘটের মিছিলে। সবাইকে এ মিছিল স্বাগত জানায়।"

Last Updated : Nov 28, 2020, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details