কলকাতা, 15 ডিসেম্বর: আজ, 15 ডিসেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্মদিন ৷ বিজেপির (BJP) এই নেতাকে গেরুয়া শিবির যে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দেবেন, সেটাই স্বাভাবিক ৷ বৃহস্পতিবার দিনভর সেটাই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে ৷ সেই তালিকাতে রয়েছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) ৷
নন্দীগ্রামের (Nandigram) বিধায়ককে দিলীপ শুভেচ্ছা জানাবেন, এর মধ্যে বিস্ময়ের কিছু নেই ৷ কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এই শুভেচ্ছা জানানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ করে তুলেছে ৷ তার উপর শুভেন্দু অধিকারীও প্রতি উত্তর দিয়ে ধন্যবাদ দিয়েছেন ৷ ফলে প্রশ্ন উঠছে, গেরুয়া শিবিরের দুই নেতার মধ্যে কি সত্যিই কোনও অন্তর্দ্বন্দ্ব রয়েছে ?
কিন্তু কেন এই প্রশ্ন উঠছে ? গত সোমবার কলকাতার হাজরা মোড়ে বিজেপির প্রতিবাদ সভার আয়োজন করা হয় ৷ ওই সভায় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কড়া ভাষায় আক্রমণ করেন ৷ তার মাঝেই তিনি নাম না করে কটাক্ষ করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে ৷ প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপের নানা বিষয়ে মন্তব্যকেই মূলত সেদিন কটাক্ষ করেন শুভেন্দু ৷
আরও পড়ুন:মর্নিংওয়াকে গিয়ে মন্তব্য করি না, যা বলি করে দেখাই, শুভেন্দুর নিশানায় কি দিলীপ !
বৃহস্পতিবার সাতসকালেই দিলীপ ঘোষও পালটা কটাক্ষ করেন ৷ তবে তিনিও শুভেন্দুর নাম করেননি ৷ কিন্তু তাঁর লক্ষ্য বিরোধী দলনেতাই ছিল বলে রাজনৈতিক মহলের মত ৷ বুধবার আসানসোলে শুভেন্দুর একটি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয় ৷ ওই অনুষ্ঠান ছেড়ে শুভেন্দু চলে আসার পর এই ঘটনা ঘটে ৷ ওই অনুষ্ঠানে বিজেপির তরফে নিরাপত্তার ব্যবস্থাপনা জোরদার করা উচিত ছিল বলেই তিনি মন্তব্য করেন ৷
অথচ তার পরই তিনি সোশ্যাল মিডিয়া মারফত শুভেন্দুকে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ লেখেন, ‘‘রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ৷ ঈশ্বরের কাছে তাঁর সুস্থতা কামনা করি ৷’’ এখানেই না থেমে দিলীপ আরও লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে আপনি এভাবেই কাজ করে যাবেন সেই আশা রাখি ৷’’ এই টুইটের উত্তরে শুভেন্দু লিখেছেন, ‘‘ধন্যবাদ সম্মানীয় দিলীপদা ৷’’
রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু ও দিলীপ, দু’জনেই বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ নেতা ৷ বহুবার তাঁরা একে অপরের সঙ্গে সভায় উপস্থিত হয়েছেন ৷ একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন ৷ অন্তর্দ্বন্দ্ব থাকলেও তা তাঁরা জন্মদিনের শুভেচ্ছা সংক্রান্ত সৌজন্যতার মাঝে আনতে চান না ৷ সেই কারণেই এদিন সোশ্যাল মিডিয়ায় দুই নেতার শুভেচ্ছা বিনিময় হয়েছে ৷
আরও পড়ুন:'শুধু পুলিশে ভরসা করলে হয় না, নিজেদেরও ব্যবস্থা নিতে হয়', শুভেন্দুকে কটাক্ষ দিলীপের