কলকাতা, 8 মে : কলকাতা পৌরসভার প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমের নিয়োগ চ্যালেঞ্জ জানিয়ে আগামীকালই হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে BJP । এই বিষয়ে এদিন তাঁরা রাজ্যপালের কাছেও নালিশ জানান । আজ রাজভবনে গিয়ে এই কথা জানান BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন তিনি বলেন, "প্রশাসক নিয়োগ সম্পূর্ণ অসংবিধানিক ।" আজ রাজভবনে দিলীপ ঘোষের নেতৃত্বে চার সদস্যের BJP-র প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যপালকে এই অভিযোগ জানায় BJP ।
20জন যাত্রী নিয়ে বাস চালানোর ক্ষেত্রে দিলীপ ঘোষ বলেন, "তিন গুণ ভাড়া দিয়ে লোক কতটা উঠবে তা সংশয় আছে । তবে এ নিয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত । কারণ রাজ্যে দু'টাকা ভাড়া বাড়লেই মানুষ চিৎকার শুরু করে ।" মুখ্যমন্ত্রীর গান গাওয়াকে দিলীপ ঘোষ বলেন, "এটা কবিগুরুর অপমান করেছেন মুখ্যমন্ত্রী ।" এদিন দিলীপ ঘোষ বলেন, "আমরা রাজ্যের সব বিষয়ে বিরোধিতা করি না আমরা ভুল ধরিয়ে দিই । কোরোনা নিয়ে স্বরাষ্ট্রসচিব ও মুখ্যমন্ত্রী আলাদা আলাদা সংখ্যা বলছেন । 27 হাজার কিট রাজ্যে ছিল কিন্তু 27 হাজার পরীক্ষা হয়নি । আজমিঢ় শরিফ থেকে বিশেষ সম্প্রদায়ের মানুষকে মুখ্যমন্ত্রী ফিরিয়ে এনেছে । কিন্তু বৃন্দাবন, কাশি ও মথুরায় অনেক মানুষ আটকে আছে । তারা কী দোষ করল?"