কলকাতা, 17 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁকে সল্টলেকের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, তাঁর জ্বর অনেকটাই কমেছে । তবে তাঁকে HDU-তে(হাই ডিপেন্ডেন্সি ইউনিট) পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
কোরোনা আক্রান্ত দিলীপ ঘোষ, ভরতি হাসপাতালে
এবার কোরোনায় আক্রান্ত দিলীপ ঘোষ । গতকালই তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ।
সল্টলেকের বেসরকারি ওই হাসপাতাল সূত্রে খবর, গতরাত পৌনে 10টা নাগাদ দিলীপবাবুকে সেখানে ভরতি করা হয় । গতকালই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁর জ্বর ছিল । তবে এখন তিনি ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে খবর । জ্বরও কমেছে। তবে তাঁকে HDU-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে । জানা গিয়েছে, তাঁর কোনও কোমরবিডিটি নেই ।
এদিকে শুক্রবারের বুলেটিন অনুযায়ী, একদিনে আরও 3 হাজার 771 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মোট আক্রান্তের সংখ্যা 3 লাখ 13 হাজার 188 জন। দুর্গাপুজোর পর কোরোনার সংক্রমণের হার অনেক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ।