পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র বিরোধিতা করতে গিয়ে দেশ-বিরোধিতা করছে তৃণমূল : দিলীপ - Akash Mukherjee

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে CBI তলব প্রসঙ্গে এবার মুখ খুললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এপ্রসঙ্গে তিনি বলেন, "CBI ডাকলে যাওয়া উচিৎ । দেখা করা উচিৎ । তৃণমূলের অনেকেরই নাম আছে । তবে শুধু চিটফান্ড নয়, অন্য অনেক অভিযোগই আছে তাদের বিরুদ্ধে ।"

dilip

By

Published : Aug 16, 2019, 5:38 PM IST

কলকাতা, 16 অগাস্ট : তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে CBI তলব প্রসঙ্গে এবার মুখ খুললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এপ্রসঙ্গে তিনি বলেন, "CBI ডাকলে যাওয়া উচিত । দেখা করা উচিত । তৃণমূলের অনেকেরই নাম আছে । তবে শুধু চিটফান্ড নয়, অন্য অনেক অভিযোগই আছে তাঁদের বিরুদ্ধে ।"

প্রসঙ্গত, আজ পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে CBI । সূত্রের খবর, সারদার সঙ্গে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার আর্থিক লেনদেন সামনে এসেছে ৷ সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই তলব বলে মনে করা হচ্ছে । পাশাপাশি আজই রোজ়ভ্যালিকাণ্ডে তলবের 9 দিনের মাথায় CGO কমপ্লেক্সে আসেন রাজীব কুমার ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । রাজীব কুমার প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "রাজীব কুমারকে এর আগেও CBI ডেকেছে । আগামী দিন CBI আবার ডাকলে তদন্তে তাঁর সহযোগিতা করা উচিত ।"

পাশাপাশি গতরাতে BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে ৷ মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তিনি গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারেন ৷ যাদবপুর থানার পুলিশ তাঁকে আটক করে । পরে আকাশকে গ্রেপ্তার করা হয় । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । এপ্রসঙ্গে BJP রাজ্য সভাপতি বলেন, "আমি রূপাদির সঙ্গে কথা বলেছি । তৃণমূলের লোকেরাই পুলিশকে খবর দিয়েছে । ওরা অপপ্রচার করছে । যদি সত্যিই সে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে থাকে তবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ।"

একইসঙ্গে রাসবিহারীতে BJP-র ক্যাম্প হাউজ় ভাঙচুর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল সব জায়গাতেই বাধা দিচ্ছে । গতকাল ভারতমাতার পুজো হয়েছে । ওরা মূর্তি জল দিয়ে ধুয়ে দিয়েছে । BJP-র বিরোধিতা করতে গিয়ে দেশেরই বিরোধিতা করছে তৃণমূল ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details