কলকাতা, 16 অগাস্ট : তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে CBI তলব প্রসঙ্গে এবার মুখ খুললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এপ্রসঙ্গে তিনি বলেন, "CBI ডাকলে যাওয়া উচিত । দেখা করা উচিত । তৃণমূলের অনেকেরই নাম আছে । তবে শুধু চিটফান্ড নয়, অন্য অনেক অভিযোগই আছে তাঁদের বিরুদ্ধে ।"
প্রসঙ্গত, আজ পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে CBI । সূত্রের খবর, সারদার সঙ্গে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার আর্থিক লেনদেন সামনে এসেছে ৷ সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই তলব বলে মনে করা হচ্ছে । পাশাপাশি আজই রোজ়ভ্যালিকাণ্ডে তলবের 9 দিনের মাথায় CGO কমপ্লেক্সে আসেন রাজীব কুমার ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । রাজীব কুমার প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "রাজীব কুমারকে এর আগেও CBI ডেকেছে । আগামী দিন CBI আবার ডাকলে তদন্তে তাঁর সহযোগিতা করা উচিত ।"