বিধাননগর, 1 মে : তৃণমূলের ঘুম ভাঙিয়েছেন অর্জুন সিং ৷ পাটশিল্প বাঁচাতে তৃণমূলের আন্দোলনকে এ ভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ গতকাল রাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর পীযূষ গোয়েলের বাসভবনে বৈঠক হয় পাট ইস্যুতে 'বেসুরো' অর্জুনের ৷ এই বৈঠক নিয়ে দিলীপ বলেন, সঠিক জায়গায় জানানো উচিত ৷ আর সেটাই করেছেন অর্জুন সিং ৷ আর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পাটশিল্পকে বাঁচাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলেই বিশ্বাস দিলীপের (Dilip Ghosh Statement Over Meeting Between Piyush Goyal and Arjun Singh) ৷
প্রসঙ্গত, পাটশিল্পের দুরাবস্থ নিয়ে অর্জুন সিং চার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ৷ যেখানে রাজ্যের পাট তথা জুটশিল্প নিয়ে কেন্দ্র ভাবিত নয় বলে অভিযোগ করেছিলেন অর্জুন ৷ ব্যারাকপুরের সাংসদের এই বেসুরো ডাককেই হাতিয়ার করেছে তৃণমূল ৷ তারাও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ায় ৷ কিন্তু, এরই মাঝে বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল পুরো বিষয়টিতে হস্তক্ষেপ করেন ৷ অর্জুন সিংকে দিল্লিতে আলোচনার জন্য ডেকে পাঠান ৷ গতকাল দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ এ নিয়ে কথা হয় ৷ যার পর বস্ত্রমন্ত্রীর সঙ্গে হাসিমুখে তোলা ছবি পোস্ট করে অর্জুন সিং জানান, ‘‘পাটচাষি, কর্মী ও শিল্প সংক্রান্ত যে সমস্যার কথা আমি উত্থাপন করেছি, তা নিয়ে আলোচনার জন্য তিনি আমাকে ডেকে পাঠান ৷ খুবই ইতিবাচক আলোচনা হয়েছে ৷ আশা রাখছি যে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে ৷’’