কলকাতা, 7 মে : বিজেপির যুবকর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত নিয়ে চাপানউতোর শুরু হয়েছে । কলকাতা হাইকোর্টের নির্দেশে আলিপুর কমান্ড হাসপাতালে অর্জুনের মরদেহের ময়নাতদন্তের বিষয়ে সরব হয়েছে তৃণমূল । এ বিষয়ে তোপ দেগেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এই প্রসঙ্গে দিলীপ ঘোষের (dilip ghosh slams wb govt over autopsy report of deceased arjun chaurasia ) প্রতিক্রিয়া, "ময়না তদন্তের রিপোর্ট আগে থেকে লিখে রাখে রাজ্য ।"
শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, বিজেপি যুবনেতার দেহ ময়নাতদন্তের জন্য কমান্ড হাসপাতাল বেছে নেওয়া হল কেন ? তাঁর মতে, আরজিকর থেকে যা রিপোর্ট দেওয়া হবে সেই একই রিপোর্ট দেবে কমান্ড হাসপাতাল । মন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "উনি তো ওটাই চাইছিলেন । আগে থেকে রিপোর্ট লিখে রাখেন । শুধুমাত্র ডাক্তারকে দিয়ে সই করিয়ে নেন । শুধু ময়নাতদন্ত নয়, পুলিশের এফআইআর পর্যন্ত ওঁরা লিখে দেন । এরপর আদালত যে রায় দেবে, সেটাও পার্টি থেকে লিখে দেবে শুধুমাত্র বিচারককে দিয়ে সই করিয়ে নেবেন ৷ সেটা পারছেন না বলে কষ্ট হচ্ছে ।"
ময়নাতদন্ত প্রসঙ্গে ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকারের কথা মনে করিয়ে দেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "এর আগে একাধিকবার বিজেপি কর্মীর মৃত্যুতে ময়নাতদন্ত হয়েছে ৷ যা নিয়ে পরে সন্দেহ তৈরি হয়েছে । অভিজিতের দেহ ময়নাতদন্ত হয়েছে দু-দুবার । প্রথমবার ময়নাতদন্তে সন্দেহ প্রকাশ হওয়ায় দ্বিতীয়বার কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হয়েছিল । শেষ পর্যন্ত তিন মাস দেহ আটকে রেখে গলিয়ে ফেরানো হয়েছিল ।"