পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : 'ময়না তদন্তের রিপোর্ট আগে থেকে লিখে রাখে রাজ্য', তোপ দিলীপের

ময়নাতদন্ত প্রসঙ্গে ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকারের কথা মনে করিয়ে দেন দিলীপ ঘোষ (dilip ghosh slams wb govt over autopsy report of deceased arjun chaurasia ) ।

Dilip Ghosh
Dilip Ghosh

By

Published : May 7, 2022, 10:25 PM IST

কলকাতা, 7 মে : বিজেপির যুবকর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত নিয়ে চাপানউতোর শুরু হয়েছে । কলকাতা হাইকোর্টের নির্দেশে আলিপুর কমান্ড হাসপাতালে অর্জুনের মরদেহের ময়নাতদন্তের বিষয়ে সরব হয়েছে তৃণমূল । এ বিষয়ে তোপ দেগেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এই প্রসঙ্গে দিলীপ ঘোষের (dilip ghosh slams wb govt over autopsy report of deceased arjun chaurasia ) প্রতিক্রিয়া, "ময়না তদন্তের রিপোর্ট আগে থেকে লিখে রাখে রাজ্য ।"

শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, বিজেপি যুবনেতার দেহ ময়নাতদন্তের জন্য কমান্ড হাসপাতাল বেছে নেওয়া হল কেন ? তাঁর মতে, আরজিকর থেকে যা রিপোর্ট দেওয়া হবে সেই একই রিপোর্ট দেবে কমান্ড হাসপাতাল । মন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "উনি তো ওটাই চাইছিলেন । আগে থেকে রিপোর্ট লিখে রাখেন । শুধুমাত্র ডাক্তারকে দিয়ে সই করিয়ে নেন । শুধু ময়নাতদন্ত নয়, পুলিশের এফআইআর পর্যন্ত ওঁরা লিখে দেন । এরপর আদালত যে রায় দেবে, সেটাও পার্টি থেকে লিখে দেবে শুধুমাত্র বিচারককে দিয়ে সই করিয়ে নেবেন ৷ সেটা পারছেন না বলে কষ্ট হচ্ছে ।"

ময়নাতদন্ত প্রসঙ্গে ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকারের কথা মনে করিয়ে দেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "এর আগে একাধিকবার বিজেপি কর্মীর মৃত্যুতে ময়নাতদন্ত হয়েছে ৷ যা নিয়ে পরে সন্দেহ তৈরি হয়েছে । অভিজিতের দেহ ময়নাতদন্ত হয়েছে দু-দুবার । প্রথমবার ময়নাতদন্তে সন্দেহ প্রকাশ হওয়ায় দ্বিতীয়বার কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হয়েছিল । শেষ পর্যন্ত তিন মাস দেহ আটকে রেখে গলিয়ে ফেরানো হয়েছিল ।"

'ময়না তদন্তের রিপোর্ট আগে থেকে লিখে রাখে রাজ্য', তোপ দিলীপের

আরও পড়ুন : Arjun Chaurasia Death : রাজ্য দফতরে অর্জুনকে শেষশ্রদ্ধা বিজেপি নেতা-কর্মীদের

দিলীপ ঘোষ বলেন, "সমস্ত তথ্য বিলোপ করার জন্য ওদের এই চালাকি ধান্দাবাজি আমরা জানি । তাই আমরা কোর্টে গিয়েছি । আমাদের দাবি মেনে নিয়ে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে । মিলিটারি হাসপাতাল থেকে ঠিকঠাক ময়নাতদন্তের রিপোর্ট হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস ।" ঘটনা হল তৃণমূলের অভিযোগ যেহেতু অমিত শাহ বলেছেন খুন, তার ফলে কেন্দ্রীয় সংস্থার ময়নাতদন্তের রিপোর্ট প্রভাবিত হতে পারে ।

এনিয়ে রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, "নিহতের পরিবার যে সন্দেহের কথা বলেছে, অমিতজি আমরা তাই বলেছি । আমাদের 200জন কর্মী এভাবেই খুন হয়েছেন । আর মুখ্যমন্ত্রী কীভাবে তদন্তের আগেই বিভিন্ন ঘটনায় মন্তব্য করে দেন । ওরা আইন মানে না, সেনাকে মানে না, সংবিধান মানে না । ওদের কথায় কোন গুরুত্ব নেই ।"

ABOUT THE AUTHOR

...view details