পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

26 এপ্রিল প্রতীকী অনশনের ডাক রাজ্য BJP-র - Kolkata

ত্রাণ বিলিতে দলের সাংসদ-মন্ত্রীদের বাড়ি থেকে বের হতেই দেওয়া হচ্ছে না । পুলিশ বাধা দিচ্ছে । BJP কর্মীদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে । এরই প্রতিবাদে 26 এপ্রিল প্রতীকী অনশনের ডাক দিল রাজ্য BJP।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Apr 24, 2020, 10:29 PM IST

কলকাতা, 24 এপ্রিল : BJP জনপ্রতিনিধিদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না । তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে । এর প্রতিবাদে 26 এপ্রিল সকাল 11টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রতীকী অনশনের ডাক দিল BJP । আজ একথা জানান দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

আজ সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করেন দিলীপবাবু । বলেন, "BJP-র সমস্ত নেতা-কর্মীরা দু'ঘণ্টা করে নিজের বাড়িতেই প্রতীকী অনশন করবেন । কোথাও ভিড় করবেন না । রাস্তাতেও বের হবেন না । শুধু প্রতীকী অনশন করবেন । কোরোনার ত্রাণ বিলিতে BJP-র সাংসদ-মন্ত্রীদের বাড়ি থেকে বের হতেই দেওয়া হচ্ছে না । পুলিশ বাধা দিচ্ছে । BJP কর্মীদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে । এরই প্রতিবাদে 26 এপ্রিল এই প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে ।"

তিনি আরও বলেন, "বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদারকে পুলিশ সুপার চিঠি পাঠিয়েছে । আমি জানি না কেন তাঁকে চিঠি পাঠানো হয়েছে । তিনি কি দিল্লি থেকে এসেছেন যে তাঁকে কোয়ারান্টাইনে থাকতে হবে ? অন্যদিকে, তৃণমূলের নেতা-মন্ত্রীরা চাল বিলি করে বেড়াচ্ছেন । যদি সুকান্ত মজুমদারকে কোয়ারান্টাইনে পাঠানো হয় তাহলে লকডাউনের প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন । তাঁকে আগে কোয়ারান্টাইনে পাঠানো উচিত ।"

রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "কোরোনা পরিস্থিতিতে রাজ্যে হাসপাতালের অবস্থা, স্বাস্থ্য, রেশন ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে একটা মেল করেছি । রাজ্যের মুখ্যসচিবের আচরণের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছি ।" প্রশান্ত কিশোরকে রাজ্যে নিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, "প্রশাসন, পুলিশ ও নেতা-মন্ত্রীদের উপর আর ভরসা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী । তাই লকডাউনের মাঝেও তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে আসা হল ।"

ABOUT THE AUTHOR

...view details