অর্মত্য সেনের মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ ও সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া কলকাতা, 15 জানুয়ারি: শনিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জানিয়েছেন, তাঁর মতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Amartya Sen comment on Mamata Banerjee) ৷ এই প্রসঙ্গে এবার তির্যক মন্তব্য করলেন বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ রবিবার নিউটাউনের ইকোপার্কে তিনি বলেন, "নিজের নিজের রাস্তা সাফ করছেন সবাই । প্রধানমন্ত্রী হতে গেলে আসন লাগে । অমর্ত্য সেনদের পুরনো অভ্যাস মোদিকে সরিয়ে অন্য কাউকে বসাবেন । কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থাকবে ৷"
আগামী লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও মনে করেন অমর্ত্য সেন ৷ এই প্রসঙ্গে দিলীপের মন্তব্য,"উনি বোধহয় ভারতবর্ষের কোথায় কী হচ্ছে খোঁজ রাখেন না । থাকেন তো অনেক দূরে । কোন কোন আঞ্চলিক দল আছে এবং কী অবস্থায় আছে খোঁজ নিন উনি ।" পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গের বাইরে টাকার থলি নিয়ে ঘুরে ঘুরেও একজনকেও জেতাতে পারলেন না, পঞ্চায়েতেও জেতাতে পারলেন না । অমর্ত্য সেনের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য ও জাতীয় রাজনীতি ৷ এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে বাম ও কংগ্রেসও ৷
বিজেপির তরফে অমর্ত্য সেনের বক্তব্যকে গুরুত্ব না-দেওয়া হলেও এরাজ্যের বাম-কংগ্রেসের তরফে অমর্ত্য সেনের বক্তব্যকে গুরুত্ব দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে (left-congress reaction on Amartya Sen comment) ৷ সিপিআইএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তীর কথায়,"বাইরে থেকে অনেকেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ব্যাপার । অমর্ত্য সেন এটাও বলেছেন, উনি বিজেপি বিরোধী জোটকে এক জায়গায় করতে কি পারবেন? সেই যোগ্যতা কি ওনার আছে! কিন্তু, আমার কথা বিজেপি বিরোধী দলগুলিকে মমতার একজোট করার ক্ষমতা নেই । তবে বিজেপি বিরোধী জোটকে ভেঙে ফেলার জন্য বিজেপি মমতাকে ব্যবহার করছে ।"
আরও পড়ুন:পঞ্চায়েতকে টাকা দিয়েও মেলেনি জব কার্ড, 'দিদির দূত' উদয়নের কাছে অভিযোগ গ্রামবাসীদের
একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও । তাঁর মতে, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন মমতাও দেখেন । অমর্ত্যবাবু ঠিকই বলেছেন যে, বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ এবং বিভিন্ন শক্তিকে তৃণমূলনেত্রী এক জায়গায় আনতে পারবেন কি না, সেটাই প্রশ্ন । তবে অমর্ত্য সেনের মতো মানুষের মত ও পর্যবেক্ষণ সকলের গুরুত্ব দিয়ে দেখা উচিত বলেও মনে করেন এই কংগ্রেস নেতা ৷