নিউটাউন, 18 এপ্রিল: পরপর নির্বাচনে পরাজিত হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ, হতাশা তৈরি হয়েছে ৷ তবে তাঁদের সঙ্গে আলোচনা করেই এই সমস্যা মেটাতে হবে ৷ মত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh on Anupam Hazra's comment)৷ বিজেপি নেতা অনুপম হাজরা ফেসবুকে রাজ্য বিজেপির দিকে আঙুল তুলেছিলেন ৷ তাঁকে আজ সমর্থনের সুর শোনা যায় দিলীপর গলায় ৷ এ দিকে, বালিগঞ্জে উপনির্বাচনে সিপিআইএম-এর ভোট শতাংশ বৃদ্ধি পেলেও দিলীপের দাবি, সংখ্যালঘুরা শাসক দলকে হুমকি দিতেই বামেদের ভোট দিয়েছে ৷ তবে বাংলার মানুষ প্রধান বিরোধী দল হিসেবে বেছে নিয়েছে বিজেপিকেই ৷
সোমবার নিউটাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ (Dilip Ghosh reacts on Anupam Hazra's comment)৷ বিজেপি নেতাদের ইস্তফা প্রসঙ্গে অনুপম হাজরার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে দিলীপ বলেন, "তিনি ঠিকই বলেছেন ৷ কেন্দ্রের তরফে তিনি পরামর্শ দেবেন ৷ কী হচ্ছে তার ফিডব্যাক কেন্দ্রকে দেবেন ৷ যাঁরা লোকসভা বিধানসভার আগে দলে এসেছেন, তাঁদের মধ্যে অনেক বড় নেতাও আছেন ৷ অনেকে ভেবেছিলেন পার্টি জিতে যাবে ৷ তবে তা হয়নি ৷ সরকারও গড়তে পারেনি ৷ সেই জন্য অনেকে কনফিউজড (Bengal BJP leadership )৷ একে অপরকে দোষ দিচ্ছেন ৷ আমার মনে হয় নিজের দায়িত্ব পালন করা উচিত ৷ পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন লড়াই করাটা আসল নেতার কাজ ৷ অন্যকে দোষ দিয়ে পালিয়ে যাওয়া কোনও নেতার কাজ নয় ৷ পুরনো কর্মীরা যে কোনও কারণে হোক নিষ্ক্রিয় আছেন ৷ তাঁদের উপর অত্যাচার করা হয়েছে । সম্পত্তি নষ্ট করা হয়েছে ৷ তাই তাঁরা নিষ্ক্রিয় আছেন ৷ যথা সময়ে তাঁরা ঠিক পার্টির দায়িত্ব নিয়ে পার্টিকে দাঁড় করাবেন ।"
আরও পড়ুন:Didi Ke Bolo-2 : তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতার শপথ গ্রহণের বর্ষপূর্তিতে চালু হচ্ছে দিদিকে বলো-2