পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় মৃত্যুর আসল তথ্য গোপনের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ দিলীপের

মুখ্যমন্ত্রীর কথায়, গতকাল পর্যন্ত তিনজন কোরোনায় মারা গিয়েছেন ৷ আজ সংখ্যাটা সাত কী করে হয়ে গেল তা জানতে চাইলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Apr 3, 2020, 12:00 AM IST

কলকাতা, 2 এপ্রিল : কোরোনা মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী আসল তথ্য স্বীকার করছেন না ৷ তিনি গোপন করার চেষ্টা করছেন ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ করলেন দিলীপ ঘোষ ৷ তিনি জানতে চান, গতকাল মুখ্যমন্ত্রীর বলেন, কোরোনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ আজ কীভাবে সাত হয়ে গেল ৷

তিনি অভিযোগ করে বলেন, "মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠক করছেন ৷ কারণ, প্রশাসনের উপর ভরসা নেই তাঁর ৷ কারণ কী আসল সত্যটা বেরিয়ে আসবে ৷ প্রশাসনের কর্তারা মিথ্যেটা গুছিয়ে বলতে পারবে না ৷ আসল সত্যটা বেরিয়ে আসবে ৷ তাই উনি নিজে মিথ্যে বলার দায়িত্ব নিয়েছেন ৷ গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী তিনজনের নাম বলেছিলেন ৷ আজ সেই সংখ্যাটা সাত হয়ে গেল ? আমাদের হিসাব মতো কোরোনায় আটজন মারা গিয়েছেন ৷ উনি স্বীকার করছেন না ৷ গোপন করছেন ৷"

ডেঙ্গিতে রাজ্যে মৃত্যুর সময় একইভাবে তথ্য গোপন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ আজ এই অভিযোগও করেন দিলীপবাবু ৷ বললেন, "ঠিক একইভাবে ডেঙ্গি মৃত্যু নিয়েও তিনি গোপন করতে চেয়েছিলেন ৷ কোনও ডাক্তারই ডেঙ্গি মৃত্যুর কথা লিখতে পারবেন না ৷ ঠিক একই অবস্থা এখন তৈরি হয়েছে ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোরোনায় মাত্র তিনজন মারা গিয়েছে ৷ বাকিরা নিউমোনিয়া বা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে ৷ সারা দেশে কোরোনায় মৃত্যু তিন শতাংশের নিচে আছে ৷ তাই মুখ্যমন্ত্রীর যা কাজ, তিনি করছেন না ৷ শুধু প্রচার করতে চাইছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details