পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনী ফান্ড তৈরির জন্য বেড়েছে আলু-পিঁয়াজের দাম, রাজ্যকে তোপ দিলীপ ঘোষের - DILIP GHOSH BYTE

আজ লক্ষ্মীপুজোর দিন ৷ সবকিছুর দাম আকাশছোঁয়া ৷ এপ্রসঙ্গে BJP - র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দায়ি করলেন রাজ্য সরকারকেই ৷

DILIP GHOSH
দিলীপ ঘোষ

By

Published : Oct 30, 2020, 9:46 AM IST

Updated : Oct 30, 2020, 10:19 AM IST

কলকাতা, 30 অক্টোবর : "শোভন ও বৈশাখি দু'জনেই রাজনীতি সচেতন মানুষ ৷ ওঁরা কখন কী করতে হবে জেনেই রাজনীতিতে এসেছেন ৷ ওঁরা যখন রাজি হবেন, যে কাজ করতে চাইবেন, সেই কাজ দেওয়া হবে ৷ " আজ নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে এই মন্তব্যই করলেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ৷

মুখ্যমন্ত্রীকে শোভন ও বৈশাখির শাড়ি পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, " ব্যক্তিগত সম্পর্ক অনেকের সঙ্গেই থাকে ৷ আমিও অসুস্থ ছিলাম ৷ মুখ্যমন্ত্রী আমায় ফোন করেছিলেন ৷ সৌজন্যবোধ, সামাজিক সম্পর্ক থাকতেই পারে ৷ এতে মনে হয় না চিন্তার কিছু কারণ আছে ৷ "

আজ কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ৷ সবকিছুর দাম আকাশছোঁয়া ৷ এপ্রসঙ্গে তিনি দায়ি করেন রাজ্য সরকারকেই ৷ বলেন, "এই সময় এমনিতেই শাকসবজি, ফলের দাম বাড়ে ৷ বাজারকে কন্ট্রোল করার দায়িত্ব এখানকার সরকারের ৷ ইচ্ছাকৃতভাবে পুজোকে কেন্দ্র করে কিছু লোক লুটপাট করে ৷ কিন্তু এখনও আমরা সেরকম দেখিনি ৷ আলু ও পিঁয়াজের দাম বেড়ে গেছে ৷ নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য এগুলি করা হচ্ছে ৷ সরকারের সতর্ক হওয়া উচিত ৷ মানুষ এমনিতেই কষ্টের মধ্যে আছেন ৷ এর পরে মানুষের বিক্ষোভ আরও বাড়বে ৷" পিঁয়াজের দাম বাড়া নিয়ে তিনি বলেন, "পিঁয়াজ নাসিক থেকে আসে ৷ তাই পিঁয়াজের দাম বাড়ার একটা কারণ আছে ৷ হতে পারে ফসল কম হয়েছে, নষ্ট হয়েছে ৷ কিন্তু আলুর দাম কেন বাড়বে ? আলু তো তারকেশ্বর থেকে আসে ৷ পশ্চিমবঙ্গে আলু চাষ হয় ৷ এখনও হিমঘরে প্রচুর আলু আছে ৷ শেষে ফেলে দিতে হবে ৷ কিন্তু বার করে বাজারে কেন আনা হচ্ছে না ? সব ফড়েদের হাত চলে গেছে ৷ এখানকার সরকারের কোনও কিছুতে কন্ট্রোল নেই ৷ তাই অসঙ্গতি দেখা যাচ্ছে ৷ "

রাজ্যকে তোপ দিলীপ ঘোষের

BJP দলের অন্দরে কি কোনও মতভেদ হচ্ছে ? দলে কী আদি BJP বা নতুন BJP ভাগ হচ্ছে ? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, " আমার সেরকম মনে হয় না ৷ দল বাড়ছে ৷ দলে বেশি সংখ্যায় মানুষ আসছেন ৷ আগামী দিনে আরও লোক আসবে ৷ তাঁদের দলে জায়গাও দিতে হবে ৷ সেই প্রক্রিয়া চলছে ৷ সকলের সম্মিলিত প্রয়াসেই পার্টি নির্বাচনে জিতবে ৷ "

Last Updated : Oct 30, 2020, 10:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details