পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ সরকারের বিরুদ্ধে , হাইকোর্টে দিলীপ - হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের দিলীপ ঘোষের

মৃত্যু নিয়ে রাজ্যের অডিট কমিটির বৈধতা , পাশাপাশি মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তের অভিযোগ , পুলিশকে PPE কিট সহ বাকি নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম দেওয়ার আবেদন এবং বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়ে রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷

Highcourt
হাইকোর্ট

By

Published : Apr 30, 2020, 9:49 PM IST

কলকাতা , 30 এপ্রিল : কোরোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ৷ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি ৷

মৃত্যু নিয়ে রাজ্যের অডিট কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । পাশাপাশি মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত , রাজ্য সরকারের কোরোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগও করা হয়েছে । পুলিশকে PPE কিট সহ বাকি নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি । বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন । এবং আদালতের পর্যবেক্ষণে কমিটি গঠন করার আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।

অন্যদিকে , হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে নবেন্দু বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন । Covid-১৯ আইসোলেশন ওয়ার্ডে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মোবাইল ফোন নিষিদ্ধকরণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । মামলার বয়ানে বলা হয়েছে , কোরোনা আইসোলেশন ওয়ার্ডের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকার এই বিধিনিষধ চাপিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন পরিকাঠামোগত খামতি লুকানোর জন্য । কোরোনা আক্রান্ত রোগীদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার একমাত্র উপায় থেকে বঞ্চিত করা হয়েছে । পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মোবাইল ফোন নিষিদ্ধকরণ এই সকল কোরোনা রোগীদের আরও মানসিকভাবে অসুস্থ করে তুলবে । সরকারের এই অনৈতিক এবং অমানবিক নিষেধাজ্ঞাগুলির জন্য রোগীরা তাদের পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মানুষের মৌলিক অধিকার যা সংবিধান দ্বারা নিশ্চিত, তা লঙ্ঘন করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details