সোনারপুর, 26 অক্টোবর: 2014 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে এলেন বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখ করিয়ে তাঁদের আন্দোলনকে (TET Agitation) নৈতিক সমর্থন করার এবং পাশে থাকার বার্তাও দিলেন ৷ ধর্মতলা চত্বরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 2014 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ বুধবার এই আন্দোলনস্থলে আসেন দিলীপ ৷ চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি তাঁদের হাতে নতুন পোশাকও তুলে দেন তিনি ৷
2015 সাল থেকে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ৷ যার জেরে গত আট বছর ধরে চাকরির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন টেট উত্তীর্ণরা ৷ বাড়ি, ঘর ছেড়ে তাঁদের দিন কাটছে ধর্নামঞ্চে ৷ এদিন এই মঞ্চে হাজির হয়ে দিলীপ বলেন, "সেদিন সল্টলেকের করুণাময়ী থেকে যেভাবে অনশনরত আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়া হয়, তা অত্যন্ত অমানবিক ৷ যে সরকার আন্দোলনের পথে ক্ষমতায় এসেছে, তারাই আজ আন্দোলনকে ভয় পাচ্ছে ৷ শিক্ষা ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্তরে দুর্নীতি হয়েছে ৷ স্বজনপোষণ হয়েছে ৷ টাকার লেনদেনের মাধ্যমে নিয়োগ হয়েছে ৷ ফলে মানুষকেও আদালতের দ্বারস্থ হতে হয়েছে ৷ আদালত দুর্নীতি আটকেছে ৷ রাজ্য সরকারের কোর্টে আর বল নেই ৷ তাদের ক্ষমতা বোঝা হয়ে গিয়েছে ৷ তারা শুধু লুঠ করতে পারে ৷"