কলকাতা, 15 ডিসেম্বর: "দান-খয়রাতি মানবতার একপ্রকার অপমান ৷ লোককে লোভ দেখিয়ে নিয়ে আসা এবং তারপর এধরনের ঘটনা ঘটা দুঃখজনক", শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের ৷ বুধবার আসানসোলে এই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন এক শিশু-সহ 3 জন ৷ স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস ৷ এদিকে বিরোধী দলনেতা টুইট করেছেন, তিনি চলে আসার পর অনুষ্ঠানের জায়গা থেকে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয় ৷ তার জন্যই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সেখানে ৷
এ প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদকিদের বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ বলেন, "এ ধরনের বড়সড়ো অনুষ্ঠান শুধুমাত্র পুলিশের উপর ভরসা করে করা হয় না ৷ নিজেদের প্রস্তুতি প্রয়োজন ছিল ৷ এখানে বিশাল ভিড় হয়েছিল ৷ বাংলার মানুষ এখন কিছু পাবে বললে প্রাণ দিয়ে দৌড়য় ৷ লক্ষীর ভাণ্ডারেও চাপা পড়ে লোক মারা গিয়েছে ৷ দরজা ভেঙে ঢুকে গিয়েছে ৷ এ ধরনের ঘটনাকে আমি সমর্থন করি না ৷ সেটা যেখানেই হোক না কেন ৷ গরিবদের দিতে হলে, অন্য অনেক উপায় আছে" (Dilip Ghosh criticises blanket distribution by Suvendu Adhikari) ৷
আরও পড়ুন: অনুষ্ঠানের পুলিশি অনুমতি ছিল, স্বপক্ষে প্রমাণ দিয়ে পদপিষ্টের ঘটনায় দুঃখপ্রকাশ শুভেন্দুর