বিধাননগর, 19 ফেব্রুয়ারি: নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও ঘরেও হতে পারে ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সুরে সুর মিলিয়ে এই দাবিই করলেন বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ রবিবারই সুকান্ত মজুমদার দাবি করেছেন, ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও ঘেরাও হতে পারে (Dilip Ghosh)৷
রবিবার বিধাননগরে দলের শিক্ষক সেলের এক সভায় যোগ দেন দিলীপ ঘোষ ৷ সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন,"যদি ওনারা মনে করেন আমার নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়কের বাড়ি ঘেরাও করবেন তাহলে আমরাও পারি ৷ অভিষেক কেন মুখ্যমন্ত্রীর বাড়িও ঘেরাও করব আমরা ৷ ওনারা যদি মনে করেন রাজনীতিকে এই জায়গায় নিয়ে যেতে চান তাহলে আমরাও তৈরি ৷ আমরা শুরু করলে, ওরা যাদের টাকা নিয়েছে তারাও ঘেরাও শুরু করবে ৷"
নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচিতে তৃণমূল গুলি চালানোর চক্রান্ত করছে, এই অভিযোগ তুলে এদিন একটি অডিও টেপ টুইট করেছে বিজেপি ৷ যেখানে দুই ব্যক্তির কথপোকথনে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর মাথার উপর দিয়ে গুলি চালানোর কথা (যদিও এই অডিয়ো টেপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন জানান, রাজ্যে সর্বত্র একটা অশান্তি তৈরির চেষ্টা চলছে । গুলি চালিয়ে পরিবেশ অশান্ত করে দেওয়াই লক্ষ্য ছিল তৃণমূলের (Protest in front of Nisith Pramanik house) ৷
আরও পড়ুন: নিশীথের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের
এছাড়াও এদিন, মহার্ঘভাতা, দুর্নীতি ও আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্যের কড়া সমালোচনা করেছেন দিলীপ ঘোষ ৷ ভয় দেখিয়ে মানুষকে আর দমিয়ে রাখা যাবে না বলেও এদিন মন্তব্য করেন তিনি ৷ গায়ক অরিজিৎ সিংয়ের 'গেরুয়া' গান গাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেন, "অরিজিৎ তো ঠিকই বলেছেন ৷ গেরুয়া তো স্বামী বিবেকানন্দের রং । গেরুয়া ত্যাগের প্রতীক ৷ ভারত ত্যাগের কথা বলে ৷ এখানে যদি গেরুয়া নিয়ে গান না করে তাহলে কি ভ্যাটিকানে গিয়ে করবে ?"