কলকাতা, 27 ডিসেম্বর: আগামী 30 ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি ৷ অন্যদিকে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । তার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷
এদিন দিলীপ ঘোষ বলেন,"দলের সংগঠন কতটা শক্তিশালী, তা বোঝা যায় রাজ্যে ভোট হলে । 2018 থেকে পঞ্চায়েতে রাজ্যে আমাদের অর্থাৎ বিজেপির উত্থান দেখা যাচ্ছে । তৃণমূল ভয় পেয়ে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে । আমাদের কর্মী সমর্থকদের মারধর করছে । এবারে যদি ঠিকভাবে ভোট হয় তাহলে আমরা আশাবাদী যে পঞ্চায়েতে বিজেপির জয় হবে । ইতিমধ্যেই এক হাজারের উপর পঞ্চায়েতে আমাদের কর্মী সম্মেলন করা হয়ে গিয়েছে ।"
রাজ্য পুলিশের করা মামলায় অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh criticises TMC) বলেন,"সার্বিকভাবেই রাজ্যে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাদের বাঁচাতে ব্যস্ত পুলিশ, এখন দলটাই বাঁচিয়ে চলেছে পুলিশ । রাতারাতি এফআইআর, আদালত থেকে পুলিশ হেফাজত এখন জামিন - সবটাই নেক্সাস হিসেবে চলছে । তবে এত কিছু করেও বাঁচানো যাবে না । ইডি দিল্লি নিয়ে যাবে । দিল্লির চা খেতেই হবে ।"