পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip slams Mamata: 'মমতার বলা সেরা জোকস', মুখ্যমন্ত্রীর টাটা-মন্তব্যের তীব্র কটাক্ষ দিলীপের - দিলীপ ঘোষ

বুধবার শিলিগুড়ির কাওয়াখালিতে সরকারি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তিনি দাবি করেন,সিঙ্গুর থেকে টাটাকে সিপিএম তাড়িয়েছে ৷ মমতার এই মন্তব্যকে 'জোকস' বলে কটাক্ষ করলেন দিলীপ (Dilip slams Mamata) ।

Dilip Ghosh criticises Mamata Banerjee over her Singur Tata comment
Dilip Ghosh criticises Mamata Banerjee over her Singur Tata comment

By

Published : Oct 20, 2022, 10:40 AM IST

নিউটাউন, 20 অক্টোবর: 'সিঙ্গুর থেকে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে' ৷ বুধবার শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ আর তার পরেই সমালোচনার ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে ৷ মমতাকে তোপ দাগতে ছাড়েন না সিপিএম থেকে বিজেপি কোনও শিবিরই ৷

এবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র কটাক্ষ করলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তিনি বলেন, "এর থেকে ভাল জোকস আর হয় না ৷ জীবনে যত ভালো জোকস বলেছেন মমতা তার মধ্যে সবথেকে ভালো জোকস হচ্ছে এইটা । লোক দেখেছে ধরনা মঞ্চে বসে কী করেছেন ৷ বিরিয়ানি খেয়ে ধরনা দিচ্ছিলেন, অনশন করেছিলেন ৷ সে নাটক সবাই জানেন ৷ এখন এসব বলে প্রায়শ্চিত্ত হবে না । বাংলাকে শিল্প মুক্ত করেছেন উনি ৷ এই কৃতিত্ব ওঁর ৷ এর জন্য ইতিহাসে নাম থেকে যাবে মমতার ।"

টাটা মন্তব্যে মমতাকে কটাক্ষ দিলীপের

আরও পড়ুন:টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাষ্ট্রসংঘের পর্যটন পুরস্কার প্রাপ্তির কৃতিত্ব উত্তরবঙ্গকে দেন ৷ তিনি বলেন, "অনেক ভালো ভালো জায়গা রয়েছে ৷ আরও দার্জিলিং, কালিম্পং হোক ৷ আরও পর্যটন আসবে ৷"

আরও পড়ুন:বাংলার রাষ্ট্রসংঘের পর্যটন পুরস্কার প্রাপ্তির কৃতিত্ব উত্তরবঙ্গকে দিলেন মমতা

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে এদিন দিলীপ বলেন, "এত পর্যটনের জায়গা আছে, যদি সেটা একটু ঠিকঠাক সাজানো যেত, থাকার ব্যবস্থা রাস্তাঘাটের ব্যবস্থা করা যেত, তাহলে বাঙালি এত বাইরে ছুটত না ৷ সারা উত্তরবঙ্গ জুড়ে প্রাকৃতিক সৌন্দর্য আছে ৷ উত্তরে ডুয়ার্স আর পাহাড় এবং দক্ষিণবঙ্গে বিষ্ণুপুর -কত জায়গা রয়েছে এখানে ! মুর্শিদাবাদে ঐতিহাসিক জায়গাগুলি একটুখানি পরিষ্কার-পরিচ্ছন্ন করলে, সাজিয়ে দিলে, থাকার ব্যবস্থা করলে, যোগাযোগের ব্যবস্থা করলে এবং ওয়েবসাইটে ডিটেলস দিয়ে দিলে হাজার হাজার পর্যটক যেত ৷ বাংলার লাভ হতো ৷ সেটা তারা করেননি ৷ করার ইচ্ছাও নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details