কলকাতা, 26 নভেম্বর: এত দিন নির্বাচন কমিশনের উপর কেন্দ্রীয় খবরদারির অভিযোগ তুলতেন বিরোধীরা । বাংলায় এবার তার উলটপুরাণ ঘটালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তাঁর দাবি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আসলে নির্বাচন কমিশন চালাচ্ছে (Dilip Ghosh Criticises Election Commission) । তাই আদালতে মামলা ঝুলে থাকা সত্ত্বেও, কমিশনকে দিয়ে ইচ্ছে মতো কাজ করিয়ে নিচ্ছে রাজ্য সরকার (Mamata Banerjee Government) ।
দীর্ঘ টালবাহানার পর বৃস্পতিবার কলকাতা পৌরনিগম নির্বাচনের (Kolkata Corporation Election 2021) নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন । সঙ্গে সঙ্গেই তা নিয়ে আপত্তি তোলে বিজেপি । অভিযোগ তোলে, পৌর নির্বাচন নিয়ে হাইকোর্টে ঝুলে থাকা জনস্বার্থ মামলাগুলির নিষ্পত্তি না হলে কোনও ঘোষণা হবে না বলে জানিয়েছিল কমিশন । কিন্তু পৌর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন (West Bengal Election Commission) সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে ।
আরও পড়ুন:Dilip Ghosh on CBI Enquiry : তৃণমূল কর্মীদেরই রাজ্য পুলিশে আস্থা নেই, দাবি দিলীপের