কলকাতা, 9 জুলাই : মোদি মন্ত্রিসভার সম্প্রসারণে যে মন্ত্রীরা বাংলা থেকে জায়গা পেলেন তাঁরা সকলেই 'হাফপ্যান্ট মন্ত্রী'। পূর্ণমন্ত্রী হিসেবে কাউকে পায়নি বাংলা । বাবুল সুপ্রিয়র মত প্রাক্তন মন্ত্রীদের সাত বছরের অভিজ্ঞতার পরেও তাঁদের প্রমোশন তো হয়নি উল্টে ডিমোশন হয়েছে । তবে লাভের লাভ এটাই, বাংলা থেকে আগে ছিল দু'জন মন্ত্রী । বুধবার মন্ত্রিসভা সম্প্রসারণে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 4। সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা ও নিশীথ প্রামানিককে মন্ত্রী করা হলেও তাঁরা প্রতিমন্ত্রীর দায়িত্বই পেয়েছেন । এই অবস্থায় রাজ্যের শাসকদল রাজ্য বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি । শুক্রবার তার পাল্টা হিসাবে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর প্রশ্ন, বাংলা থেকে পূর্ণমন্ত্রী করা হয়নি বলে তৃণমূল কি এবার ধর্না দেবে ?
মোদি মন্ত্রিসভায় বাংলা থেকে সুযোগ পাওয়া চার প্রতিমন্ত্রী নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ছিল, "4 জনই প্রতিমন্ত্রী । নামেই মন্ত্রী, তাঁদের কোনও কাজে অবশ্য লাগবে না ।" এ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, "মোদিজি আছেন, তিনি সব ঠিকঠাক ভাবেই দেখছেন । আমাদের রাজ্য থেকে চারজন নতুন মন্ত্রী হয়েছেন । সংগঠনে নিষ্ঠাবান ও পরিশ্রমীদের সব সময় সামনের সারিতে জায়গা দেওয়া হয় । নতুন মন্ত্রিসভায় কেন বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি, তা নিয়ে তৃণমূলের অনেক অভিযোগ । তাঁরা কি এবার এই বিষয়টি নিয়ে ধর্না দেবে ?"
উল্লেখ্য, এদিনও পূর্ণমন্ত্রী নিয়ে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এমন দাবি তুলে বিজেপিকে খোঁচা দিতে সক্রিয় হয়েছেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও'ব্রায়েন। তাঁর দাবি, বিজেপি শাসিত রাজ্য হিসেবে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহার যেখানে 4 জন করে পূর্ণমন্ত্রী পেয়েছে । সেখানে বিরোধী রাজ্য কেরালা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ এক জনও পূর্ণমন্ত্রী পায়নি । এর থেকেই বোঝা যায়, বিজেপি বাংলাকে কী চোখে দেখে ।
আরও পড়ুন,মতুয়া ভোটে কর্তৃত্বই কি শান্তনুর মন্ত্রিত্বের চাবিকাঠি ?