কলকাতা, 9 সেপ্টেম্বর : ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের ৷ বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ নেওয়ার সময় বিজেপি নেতা দেবদত্ত মাঝির বিরুদ্ধে হোমগার্ডকে চড় মারার অভিযোগ ওঠে ৷ সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে, ওই বিজেপি কর্মী এক হোমগার্ডকে চড় মারছে ৷ আর বিজেপি কর্মীর এই কাজকে সমর্থন জানিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ বলেন, ওই বিজেপি কর্মী যা করেছেন ঠিক করেছেন ৷ এই মন্তব্যের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের ৷ তাঁর কর্মীর গায়ে কেউ হাত তুললে, তিনি তার বুকে পা তুলে দেবেন বলে স্পষ্ট জানিয়ে দেন ৷
প্রায় 4 মাস পর ভোট পরবর্তী হিংসা মামলায় মৃত অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দেহ পেল তাঁর পরিবার । হাইকোর্টের নির্দেশে আজ তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেয় প্রশাসন । বিজেপির সদর কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির নেতৃত্ব । কিন্তু, দেহ নিয়েও চরম উত্তেজনা ছড়ায় ৷ বিজেপি নেতা দেবদত্ত মাঝির বিরুদ্ধে হোমগার্ডকে চড় মারার অভিযোগ ওঠে ৷ সেই প্রসঙ্গে, দিলীপ ঘোষ বলেন,"তিনি একজন বিজেপির বিধায়ক, প্রতিনিধি । তাঁর সঙ্গে পুলিশ যদি দুর্ব্যবহার করে, তাঁকে তুই তোকারি করে, তাঁরও প্রতিবাদ করার অধিকার আছে । পুলিশ যদি তৃণমূলের ক্যাডার হয়ে যায়, তা হলে ক্যাডারের মতো ব্যবহার পাবে ।" আজ রাজ্য দফতর থেকে বেরিয়ে এই বিষয়ে আরও একবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন ৷ বলেন,"আমার কর্মীর গায়ে যে হাত দেবে, আমার নেতাকে কেউ অপমান করবে । দিলীপ ঘোষ তার বুকে পা তুলে দেবে ৷ "