পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : "কীসের সেন্সর ?" প্রশ্ন দিলীপের, চিঠির বৈধতা নিয়ে তুললেন প্রশ্ন - Dilip Ghosh

প্রতিদিনের মতো বুধবারও ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য সরকারের একাধিক ইস্যু নিয়ে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt)। সমবেদনা জানালেন প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-এর পরিবারকে ৷

Dilip Ghosh news
ইকোপার্কে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ

By

Published : Jun 1, 2022, 11:37 AM IST

কলকাতা, 1 জুন :রোজকার মতোইইকোপার্কে ঠিক সকাল সাড়ে পাঁচটায় তিনি এন্ট্রি নিলেন । প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রতিদিনের মতো বুধবারও ফুরফুরে মেজাজে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দেখে বোঝার জো নেই, একদিন আগেই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়ে কড়া চিঠি দিয়েছেন ৷ উল্টে বললেন, কীসের সেন্সর ? আমি দলের কোনও চিঠি পাইনি । মিডিয়া আমাকে একটা চিঠি দেখিয়েছে ।" অর্থাৎ চিঠির বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ ।

সম্প্রতি বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বিজেপির একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে মন্তব্য করছিলেন । দিলীপ ঘোষের সেই সব মন্তব্যের কারণে অস্বস্তি বাড়ছিল দলে । বিজেপির তরফে জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং চিঠি দিয়েছেন দিলীপ ঘোষকে । বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশই এই চিঠি । সেই চিঠিতে বলা হয়েছে, চিঠি লিখে বলা হল, সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ যেন তিনি না খোলেন ।

চিঠিতে লেখা, ‘আগে অনেক বার আপনাকে সতর্ক করা হয়েছে । কোনও লাভ হয়নি । আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে । আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন । একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছেন কেন্দ্রীয় নেতৃত্বও ।’’ এই বিষয়ে তিনি বলেন, "আমি জানি না এ ধরনের চিঠি মিডিয়াতে কি করে আসে । এটা মিডিয়ার ব্যাপার না । সংগঠনের ব্যাপার । যারা এধরনের খবর প্রচার করছেন তারা উত্তর দিতে পারবেন । আমি এখনও চিঠি পাইনি । এটা পার্টির ব্যাপার যারা চিঠি লিখেছেন তারা জানেন, মিডিয়ার মাধ্যমে আমাকে খবর দেওয়া হবে কিনা জানি না ।"

ইকোপার্কে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ

আরও পড়ুন : Dilip Ghosh : মুখর দিলীপকে মৌন হতে নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

এর পাশাপাশি বাবুল সুপ্রিয়কেও একহাত নেন তিনি ৷ মঙ্গলবার ওই চিঠি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই টুইট করেন বালিগঞ্জের বিধায়ক ৷ সেখানে দিলীপকে 'ভার্বাল ডায়েরিয়ার রোগী' বলেন তিনি ৷ লেখেন "পরশুদিনই লিখেছিলাম যে শ্রী দিলীপ ঘোষ 'ভার্বাল ডায়েরিয়ার রুগী ৷ তাঁর কোনও লজ্জা নাই, চিকিৎসাও নাই ৷ বেশ চলছিল রোজ ভোরবেলা 'বাণীর-প্রাতঃকৃত্য -সারাদিন মানুষ তাতে দু'দণ্ড হাসির খোরাক পেত ৷ চিঠি দিয়ে 'রগড়ে' দিয়ে সেটাও বন্ধ করে দিল ৷ অবশ্য এমনিতেও আন্দামানে পাচার-অর্ডার হয়েছিল" ৷ এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, "কি বলব ! যে ন্যাশনাল লিগ ছেড়ে প্রাইমারি লিগে খেলছেন, তাঁর কথা কেউ পাত্তা দেয় ? রিজেক্টেড মাল একটা ।"

আরও পড়ুন :Babul Supriyo on Dilip Ghosh : 'ভার্বাল ডায়েরিয়ার রোগী, চিঠি দিয়ে রগড়ে দিল', দিলীপকে তীব্র কটাক্ষ বাবুলের

ABOUT THE AUTHOR

...view details