কলকাতা, 1 জুন :রোজকার মতোইইকোপার্কে ঠিক সকাল সাড়ে পাঁচটায় তিনি এন্ট্রি নিলেন । প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রতিদিনের মতো বুধবারও ফুরফুরে মেজাজে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দেখে বোঝার জো নেই, একদিন আগেই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়ে কড়া চিঠি দিয়েছেন ৷ উল্টে বললেন, কীসের সেন্সর ? আমি দলের কোনও চিঠি পাইনি । মিডিয়া আমাকে একটা চিঠি দেখিয়েছে ।" অর্থাৎ চিঠির বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ ।
সম্প্রতি বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বিজেপির একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে মন্তব্য করছিলেন । দিলীপ ঘোষের সেই সব মন্তব্যের কারণে অস্বস্তি বাড়ছিল দলে । বিজেপির তরফে জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং চিঠি দিয়েছেন দিলীপ ঘোষকে । বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশই এই চিঠি । সেই চিঠিতে বলা হয়েছে, চিঠি লিখে বলা হল, সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ যেন তিনি না খোলেন ।
চিঠিতে লেখা, ‘আগে অনেক বার আপনাকে সতর্ক করা হয়েছে । কোনও লাভ হয়নি । আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে । আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন । একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছেন কেন্দ্রীয় নেতৃত্বও ।’’ এই বিষয়ে তিনি বলেন, "আমি জানি না এ ধরনের চিঠি মিডিয়াতে কি করে আসে । এটা মিডিয়ার ব্যাপার না । সংগঠনের ব্যাপার । যারা এধরনের খবর প্রচার করছেন তারা উত্তর দিতে পারবেন । আমি এখনও চিঠি পাইনি । এটা পার্টির ব্যাপার যারা চিঠি লিখেছেন তারা জানেন, মিডিয়ার মাধ্যমে আমাকে খবর দেওয়া হবে কিনা জানি না ।"