পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাবুলকে হেনস্থা : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিতকে ফোন দিলীপের - বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনা

বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন দিলীপ ঘোষ ৷ রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও পাঠাচ্ছেন তিনি ৷

ফাইল ফোটো

By

Published : Sep 20, 2019, 10:19 AM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । জানালেন রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির কথাও ৷

আজ সকালে অমিত শাহকে ফোন করেন দিলীপ ঘোষ ৷ দু'জনের মধ্যে ৫ মিনিট ফোনে কথা হয় । রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও পাঠাচ্ছেন দিলীপ ।

BJP-র অভিযোগ, একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ করা হচ্ছে, কিন্তু কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে । কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন । দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, যে কাজটি পুলিশের করা উচিত ছিল । সেটা রাজ্যপালকে করতে হয়েছে । এটা খুবই দুর্ভাগ্যজানক ঘটনা ৷ রাজ্যপালকে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসতে হচ্ছে । এর থেকে লজ্জার আর কী আছে ?

বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে BJP । আজ রাজ্য দপ্তর থেকে দুপুর 1টা নাগাদ প্রতিবাদ মিছিল বের হবে ।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে আজ বিকেলে দুই কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় আসছেন ৷ এরাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ওপর হামলা এবং রাজ্যপাল জগদীপ ধনকড়কে আটক করে রাখার ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি খতিয়ে দেখবেন তাঁরা । অংশ নিতে পারেন রাজ্য নেতৃত্বের কর্মসূচি, প্রতিবাদ যাত্রায় । আজ তাঁরা রাজভবনে গিয়ে দেখা করবেন ও কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details