পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip at MP-MLA Court: রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে দিলীপ ! 4 বছরের পুরনো মামলায় আদালতে হাজিরা বিজেপি নেতার - রামনবমী

বিধাননগর এমপি-এমএলএ আদালতে হাজিরা দিলেন দিলীপ ঘোষ ৷ 2018 সালের একটি মামলায় তাঁর এবং বিজেপি নেতা চরণজিৎ সিংয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছিল (Dilip Ghosh Appears to MP-MLA Court in A Previous Arms Act) ৷ সেই মামলার শুনানিতে এদিন আদালতে হাজিরা দেন দিলীপ ৷

Dilip Ghosh Appears to MP-MLA Court in A Previous Arms Act
Dilip Ghosh Appears to MP-MLA Court in A Previous Arms Act

By

Published : Dec 4, 2022, 3:25 PM IST

বিধাননগর, 3 ডিসেম্বর: 2018 সালের 25 অক্টোবর খড়গপুরে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে হাঁটার অভিযোগে তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলায় এদিন বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Appears to MP-MLA Court in A Previous Arms Act) ৷ তবে, বর্তমান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে ৷

দিলীপ ঘোষ জানিয়েছেন সেই মিছিল সম্পর্কে তাঁর কিছু মনে নেই ৷ এদিন দিলীপের সঙ্গে আদালতে হাজিরা দেব চরণজিৎ সিং ৷ তিনিও রামনবমীর (Ramnabami) সেই মিছিলে হাতে তরোয়াল নিয়ে ছিলেন বলে অভিযোগ ৷ প্রসঙ্গত, 2018 সালের 25 মার্চ খড়গপুরের খরিদা বাজার এলাকায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপি'র তৎকালীন সভাপতি দিলীপ ঘোষ ৷ সেই মিছিলে তাঁকে তরোয়াল হাতে দেখা গিয়েছিল ৷ অভিযোগ সেই শোভাযাত্রায় অস্ত্র হাতে হাঁটার অনুমতি ছিল না ৷ ফলে অস্ত্র আইনে ও আইপিসি 153-এ ধারায় দিলীপ ঘোষ এবং চরণজিৎ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৷

2018 সালের মামলার আদালতে হাজিরা বিজেপি নেতার

আরও পড়ুন:কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণে দায়ী তৃণমূল, দাবি শুভেন্দু-দিলীপের

দিলীপ ঘোষ এদিন বলেন, ‘‘সম্ভবত খড়গপুরে আমার মনে নেই ৷ 2018 সালে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলাম ৷ তার জন্য আমাদের নামে মামলা করা হয়েছে ৷ বলা হয়েছে অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছি ৷ মিথ্যে মামলা ৷ কোর্টে যেহেতু পুলিশ কেস করেছে ৷ বিচারকরে সামনে হাজির হলাম ৷’’

ABOUT THE AUTHOR

...view details