কলকাতা, 8 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে কোরোনা সংক্রমিতের তথ্য গোপনের অভিযোগ তুললেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "রাজ্যে কোরোনায় মৃত্যু নিয়ে বড় রাজনীতি চলছে । কোরোনা আক্রান্তদের সংখ্যাটা চেপে দেওয়া হচ্ছে ।"
স্বাস্থ্য দপ্তর ও মুখ্যমন্ত্রীর দেওয়া কোরোনা সংক্রান্ত তথ্যের মধ্যে বিস্তর ফারাক দেখা গেছে । কখনও দেখা গেছে, স্বাস্থ্য দপ্তর রাজ্যে কোরোনায় মৃতের পরিসংখ্যান যা দিয়েছে তার থেকে কম মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । আবার, রাজ্যে কোরোনায় সুস্থের পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তরের থেকে বাড়িয়ে বলতে শোনা গেছে মমতাকে । আর এটাকেই হাতিয়ার করেছেন বিরোধীরা । আগেই এই বিষয়টিকে উল্লেখ করে রাজ্য সরকারকে সংশোধন করতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুজন-মান্নানরা । এবার এই বিষয়টিকে নিয়ে মমতাকে কটাক্ষ করলেন রাজ্য BJP-র সভাপতি ।