কলকাতা, 23 অগস্ট: একই বিল্ডিংয়ে উপস্থিত থাকা সত্ত্বেও কোর কমিটির বৈঠকে অনুপস্থিত থাকলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh absent in party organizational meeting)। সোমবার বঙ্গ বিজেপির হেস্টিংস কার্যালয় রাজ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধোণ্ড, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বাকি নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য । সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে গরহাজির রইলেন তিনি । বৈঠকের আমন্ত্রণ থাকা সত্ত্বেও কেন যোগ দিলেন না দিলীপ ঘোষ ? এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ৷
আসন্ন নবান্ন অভিযান-সহ পঞ্চায়েত নির্বাচনের রোডম্যাপ ছকে নিতে সোমবার সারাদিন ধরেই হেস্টিংসের কার্যালয়ে ছিল সংগঠন বৈঠক । সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা যে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল সেখানে দিলীপ ঘোষের আমন্ত্রণ থাকলেও তিনি উপস্থিত ছিলেন না ৷ আরও আশ্চর্যের ব্যাপার হল তিনি এদিন হেস্টিংস-এর দলীয় কার্যালয়ে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় সময় প্রবেশ করেন ৷ তারপর কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে সোজা চারতলায় নিজের ঘরে চলে যান ৷ যে বৈঠকের কথা বলা হচ্ছে, সেটিও ছিল চার তলাতেই ।
আরও পড়ুন:ক্ষমতা হারাবার ভয় পেয়ে অত্যাচার করছে তৃণমূল, দাবি দিলীপের