পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ragging at JU: বিশেষভাবে সক্ষম পড়ুয়াকে হেনস্থা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ব়্যাগিং'য়ের কালো ছায়া - যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ব়্যাগিংয়ের কালো ছায়া

অভিযোগ, সম্প্রতি এক দৃষ্টিহীন ওই পড়ুয়া যখন বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসের নিউ ব্লক হস্টেলে পরীক্ষা দেওয়ার জন্য রাইটার খুঁজতে যান, সে সময় এক প্রাক্তনী মদ্যপ অবস্থায় তাঁর উপর চড়াও হয় (Differently able student allegedly ragged at JU hostel)। প্রাথমিকভাবে কথা কাটাকাটি থেকে ঘটনাটি বড়সড় আকার নেয় ৷

Etv Bharat
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ব়্যাগিং'য়ের কালো ছায়া

By

Published : Nov 8, 2022, 7:52 PM IST

Updated : Nov 8, 2022, 11:00 PM IST

কলকাতা, 8 নভেম্বর: ফের একবার ব়্যাগিংয়ের কালো ছায়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ৷ বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীর হাতে এক্ষেত্রে হেনস্থা হতে হল বিশেষভাবে সক্ষম পড়ুয়াকে ৷ অভিযোগ, সম্প্রতি এক দৃষ্টিহীন ওই পড়ুয়া যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিউ ব্লক হস্টেলে পরীক্ষা দেওয়ার জন্য রাইটার খুঁজতে যান, সে সময় এক প্রাক্তনী মদ্যপ অবস্থায় তাঁর উপর চড়াও হয় (Differently able student allegedly ragged at JU hostel)। প্রাথমিকভাবে কথা কাটাকাটি থেকে ঘটনাটি বড়সড় আকার নেয় ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিপলস ফর ডিজ্যাবিলিটিজ-এর তরফে আজ লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে অধ্যাপকদের কাছে।

ব়্যাগিংয়ের শিকার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুদ্ধদেব জানা জানান, "জিসি সেন ছাত্রাবাসের আবাসিক আমি। সামনেই পরীক্ষা তাই রাইটার খুঁজতে নিউ ব্লকে সোমবার এক বন্ধুর ঘরে যাই। এই সময় জয়দীপ মালি নামে নিউ ব্লক হস্টেলের এক প্রাক্তন আবাসিক আমার উপর চড়াও হয়। মদের নেশায় ডুবে থাকা ছেলেটি আমাকে অকারণে গালিগালাজ করতে শুরু করে। এরপর সে আমার গায়ে হাত তুলতে যায়। রীতিমত ধাক্কা মেরে হস্টেল থেকে আমাকে বের করে দিতে যায়। আমি এবং আমার বন্ধুরা তাকে বাধা দিলে সেও তার কয়েকজন বন্ধুকে নিয়ে আমায় হুমকি দেয়। দিনের আলোয় খুন করার হুমকি দেয়।"

আরও পড়ুন:কালীপুজো মিটতেই বাতাসে ধূলিকণার পরিমাণ 5 গুণ, আরও বৃদ্ধির আশঙ্কায় উদ্বিগ্ন পরিবেশবিদরা

এই ঘটনা নতুন নয়। প্রায়ই নেশার ঘোরে জয়দীপ এমন অত্যাচার করে থাকে বলেও অভিযোগ বুদ্ধদেবের ৷ ঘটনার কথা জানতে পেরে সেখানে যান ডিন অফ স্টুডেন্টস এবং নিউ ব্লক হস্টেলের সুপারিনটেন্ডেন্ট। আন্তর্জাতিক বিভাগের প্রধান ইমন কল্যাণ লাহিড়ী বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি আজ সকালে অভিযোগটি পাওয়া মাত্রই উপাচার্যকে পুরো বিষয়টি জানিয়েছি। তিনি এই বিষয়ে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে ঘটনার তদন্তের জন্য।"

Last Updated : Nov 8, 2022, 11:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details