কলকাতা, 18 সেপ্টেম্বর:কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কত তা নিয়ে রাজ্য ও কলকাতা পৌরনিগমের দেওয়া দু'রকম তথ্য নিয়ে ধোঁয়াশা নাগরিক মহলে ৷ রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলেই দাবি করেছেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম । কিন্তু এরপরেও ডেঙ্গি আক্রান্তের তথ্য নিয়ে নাগরিকদের মনে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷
রবিবার সরকারি ভাবে বলা হয় রাজ্যে বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় দেড় হাজার ৷ এর 48 ঘণ্টা আগে আবার কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী জানিয়েছিলেন, কলকাতায় এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় বেশ খানিকটা বেশি । কলকাতায় গত বছরের তুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এবছর প্রায় 700 বেশি ৷ গত বছর এই সময় পর্যন্ত কলকাতায় প্রায় 2 হাজার জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৷ সংখ্যাটা এই বছর প্রায় 2 হাজার 700 ৷
আর দুই কর্তৃপক্ষের এই দুই তথ্যের ফলেই তৈরি হয়েছে ধোঁয়াশা । প্রশ্ন উঠছে কলকাতায় যদি 2 হাজার 700 জন আক্রান্ত হন, তবে রাজ্য জুড়ে সংখ্যাটা দেড় হাজার হয় কী করে? রাজনৈতিক মহলে অবশ্য এই নিয়ে শোরগোল শুরু হয়েছে । বিরোধীদের একাংশের অভিযোগ, এই সংক্রান্ত তথ্য যে বিকৃত করা হয় সেটা নতুন কিছু নয় । তবে সরকার ও পৌরনিগমের দুই পৃথক দাবির ফলে সমন্বয়ের অভাবই প্রকোট হচ্ছে ৷ তবে পৌরনিগমের একটি সূত্রের দাবি, রাজ্যের তরফে বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জানানো হয়েছে, তাই এই তথ্যে ভুল নেই ৷
আরও পড়ুন: বৈঠকে স্বরাষ্ট্র সচিব, দু'দিন জ্বর থাকলে ডেঙ্গি পরীক্ষার পরামর্শ
প্রশ্ন উঠছে, তাহলে কি কর্পোরেশন রাজ্যকে সঠিক তথ্য দেয়নি? নাকি রাজ্য সঠিক তথ্য বলছে না? বিষয়টিকে আম জনতাকে বোকা বানানোর কৌশল নয় তো, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা ৷ সম্প্রতি কলকাতা কর্পোরেশনে মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে পৌরনিগমের এক স্বাস্থ্য কর্তা জানিয়েছিলেন, কলকাতায় গতবারের তুলনায় এবার ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা প্রায় 2 হাজার কম ৷ গতবার এই সময় পর্যন্ত ছিল ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 7 হাজার প্রায় ৷ এবছর তা 5 হাজারের মতো ৷ তবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এবার খানিকটা বেশি । গতবার এই সময় পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 2 হাজার ৷ এবার তা 2 হাজার 700 ৷ এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক স্বাস্থ্য আধিকারিক বলেন, "কোনও ভুল নেই তথ্যে । আমরা বছরের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কলকাতা পৌরনিগম এলাকায় এখনও পর্যন্ত আক্রান্তের তথ্য দিয়েছি । আর রাজ্যের বিষয় বলতে পারব না । তবে রাজ্যের তরফে এই মুহূর্তে আক্রান্ত কত সেটা বলা হয়ছে । ফলে এই নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই ।"