পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় কমল ডিজ়েলের দাম, আরও মহার্ঘ্য পেট্রল

কলকাতায় আজ ডিজ়েলের দাম 16 পয়সা কমে হয়েছে 92 টাকা 81 পয়সা । তবে আগের থেকে আরও বাড়ল পেট্রলের দাম ।

কলকাতায় ডিজ়েলের দাম
কলকাতায় ডিজ়েলের দাম

By

Published : Jul 12, 2021, 9:02 AM IST

Updated : Jul 12, 2021, 9:22 AM IST

কলকাতা, 12 জুলাই : আবারও দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের । লিটার পিছু পেট্রলের দাম আগেই সেঞ্চুরি পেরিয়েছে । বুধবার থেকে 100-র উপর দিয়ে যাচ্ছে পেট্রলের দাম । আজ তা বেড়ে 101 টাকা 35 পয়সায় পৌঁছে গিয়েছে । তবে কিছুটা কমল ডিজ়েলের দাম । কলকাতায় আজ ডিজ়েলের দাম কমে হয়েছে 92 টাকা 81 পয়সা ।

উত্তরের বেশ কয়েকটি জেলায় আরও আগে একশোর গণ্ডি পার করেছে পেট্রল । একে তো করোনা পরিস্থিতি । তার উপর ক্রমেই মহার্ঘ্য হচ্ছে জ্বালানি তেলের দাম । ভোগান্তি বাড়ছে সাধারণ নাগরিকদের । পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিকে ঘিরে কেন্দ্র-রাজ্য চাপানউতোরও চলছে সমানে । রাজ্য দিল্লিকে বলছে সেস কমাতে । দিল্লি থেকে আবার বলা হচ্ছে. রাজ্য সরকার কেন তার ভাগের টাকা কমাচ্ছে না ।

কেন্দ্রের তরফেও অবশ্য একাধিকবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে । কিন্তু প্রতিবারই নির্মলা সীমারমন বা অন্যান্য মন্ত্রীদের গলায় শোনা গিয়েছে, তাঁরা অপারগ । জ্বালানি তেলের দাম যে আন্তর্জাতিক বাজার দরের উপর নির্ভর করে সেই কথাই বারবার বলে নিজেদের কোর্ট থেকে বল সরিয়ে দিয়েছেন ।

এদিকে রাজ্য সরকারেরও গলায় কাঁটার মতো বিঁধছে পেট্রল-ডিজ়েলের দাম । বিশেষ করে বেসরকারি বাস পরিষেবা সচল রাখতে গিয়ে নাজেহাল রাজ্য । বেসরকারি বাস মালিক সংগঠনগুলির থেকে বারবার দাবি করা হচ্ছে ভাড়া বাড়ানোর জন্য । স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভাড়া না বাড়ানো হলে, এই অগ্নিমূল্য বাজারে রাস্তায় বাস নামানো সম্ভব নয় । কিন্তু রাজ্য সরকার বাসের ভাড়া বাড়ানোর বিপক্ষে ।

কলকাতায় কমল ডিজ়েলের দাম, আরও মহার্ঘ্য পেট্রল

এই পরিস্থিতিতে ডিজ়েলের দাম কিছুটা কমায় সাময়িক স্বস্তি রাজ্য সরকারের । কিছুটা চাপমুক্ত হলেন বেসরকারি বাস মালিকরাও । এদিকে ট্যাক্সিগুলিরও ভাড়া এতদিন ধরে লাগামছাড়া ভাবে বাড়ছিল । তাতেও কিছুটা রাশ পড়বে বলে অনুমান করছেন অনেকে ।

এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কতটা ছ্যাকা দিচ্ছে জ্বালানি তেল

শহর পেট্রল / লি. ডিজ়েল / লি.
কলকাতা 101.35 টাকা 92.81 টাকা
নয়াদিল্লি 101.19 টাকা 89.72 টাকা
মুম্বই 107.20 টাকা 97.29 টাকা
ভোপাল 109.53 টাকা 98.50 টাকা
Last Updated : Jul 12, 2021, 9:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details