কলকাতা, 8 এপ্রিল: দাবি ন্যায্য, নিজের অধিকার ফিরে পাওয়ার দাবি, তবে আর কতদিন ? তাই আন্দামানে দিন কাটলেও তাঁর মন পড়ে থাকে ধর্মতলার ধরনা মঞ্চে। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। দীর্ঘ লড়াই, আইনি জটিলতা এসবের মাঝে থমকে রয়েছে তাঁদের নিয়োগ। একরাশ স্বপ্ন নিয়েই দিনের পর দিন ধরে চলছে ধরনা। সেই ধরনা মঞ্চে যোগ দিয়েছেন আন্দামানের বাসিন্দা সুমিত্রা সাধুখাঁ । স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর। বিএসসি, বিএড করার পর টেট পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু আট বছর কেটে গেলেও মেলেনি চাকরি । অগত্যা আন্দামান থেকে কলকাতায় বাড়ি আসলেও স্কুলের বদলে এখন তাঁর ঠিকানা ধর্মতলার ধরনা মঞ্চ।
ছোটো থেকে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন নদিয়ার বাসিন্দা সুমিত্রা সাধুখাঁ। 2015 সালে টেট পরীক্ষা দিয়ে পাশ করলেও চাকরি অধরা । নিয়োগ দুর্নীতির জালে আটকে রয়েছে প্রতিটি আপার প্রাইমারি প্রার্থীর চাকরি। তবে এই দীর্ঘ সময়ের মাঝে বদলে গিয়েছে সুমিত্রার নিজের জীবন। বিয়ে করে বর্তমানে তিনি আন্দামানের বাসিন্দা। সেখানেই কর্মরত সুমিত্রার স্বামী। ছেলেকেও ভর্তি করেছেন ওখানকার স্কুলে।